আগরতলায় এলআইসি ও এসবিআইয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷  জীবন বীমা ও স্টেট ব্যাংক জনগণের জমানো অর্থ আদানি গ্রুপের হাতে কেন তুলে দেওয়া হল কেন কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চেয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে  এলআইসি অফিসের ও এসবিআই ব্যাংকের সামনে বিক্ষোভ  প্রদর্শন করা হয় সোমবার৷এলআইসি ও এস বি আই এর সামনে প্রতিবাদ বিক্ষোভ কংগ্রেসের৷ লাইফ ইন্স্যুরেন্স কপর্োরেশন এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে সোমবার দেশব্যাপী  আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরাতেও জেলা স্তরের প্রতিবাদ আন্দোলন কর্মসূচি পালন করে কংগ্রেস দল৷ কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে প্রধানমন্ত্রী  মোদী জোর করে এলআইসি, এসবিআই এবং অন্যান্য পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিকে আদানি গ্রুপে বিনিয়োগ করতে বাধ্য করেছে৷ এলআইসি আদানি গ্রুপে বিশাল বিনিয়োগ করেছে এবং গত কয়েক দিনে  ৩৯কোটি পলিসি হোল্ডার এবং এলআইসির বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছে৷  স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অন্যান্য ভারতীয় ব্যাঙ্কগুলি আদানি গ্রুপকে বিপুল পরিমাণ ঋণ দিয়েছে৷ কংগ্রেস পার্টি কখনই কোনও বিশেষ ভারতীয় কপর্োরেট হাউসের বিরুদ্ধে ছিল না৷ কংগ্রেস দল সংসদে এই ইস্যুতে আলোচনা শুরু করার জন্য লড়াই  চালিয়ে যাচ্ছে৷ কংগ্রেস দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, এলআইসি, পাবলিক সেক্টর ব্যাঙ্ক এবং আর্থিক সংস্থাগুলির দ্বারা বিনিয়োগ বাজার মূল্য হারাচ্ছে, কঠিন অর্জিত সঞ্চয়কে বিপন্ন করছে কোটি কোটি ভারতীয়৷এ ছাড়া মাঠে আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি৷ ৬ফেব্রুয়ারী সোমবার, সমস্ত জেলা সদরের এলআইসি অফিস এবং এসবিআই অফিসে বিশাল মিছিল এবং বিক্ষোভ  সংগঠিত করা হয় প্রদেশ কংগ্রেসের তরফ থেকে৷