নাগপুর, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : আর দুদিন পরেই নাগপুরে শুরু হতে চলেছে বর্ডার-গাভাসকার সিরিজ। এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্যাপ্টেন রোহিত শর্মার জন্য। টেস্ট অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করার এটা সেরা সুযোগ ‘দ্য হিটম্যানের’ সামনে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে টেস্ট অধিনায়কত্ব নেন রোহিত শর্মা। এরপর থেকে চোট সমস্যায় ভোগেন তিনি। বেশ কিছু টেস্ট ম্যাচে দলের বাইরেও থাকতে হয়। তবে এবারে গুরুত্বপূর্ণ সিরিজে রোহিত শর্মার অধিনায়কত্ব থাকবে আঁতসকাচের তলায়।
একসময় রোহিত শর্মার অধিনায়কত্বের ভুয়সী প্রশংসা করেন দীনেশ কার্তিক। জানিয়েছিলেন, রোহিত শর্মা হচ্ছেন বোলারস ক্যাপ্টেন। খেলোয়াড়দের উপর ভরসা রাখতে জানেন। বোলারদের সঙ্গে কখনও খারাপ ব্যবহার করেন না। এরই সঙ্গে রয়েছে গেম-রিডিং এবং গেম মেকিং ক্ষমতা। সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে দুর্দান্ত রেকর্ড রয়েছে রোহিত শর্মার। লাল বলের ক্রিকেটে কি আদৌ সেই ছাপ রাখতে পারবেন রোহিত শর্মা, এখন সেটাই দেখার।

