শনিবার করিমগঞ্জের আকবরপুরে বিজেপির কার্যনির্বাহী সভা

করিমগঞ্জ (অসম), ৩ ফেব্রুয়ারি (হি.স.) : ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলা কমিটির জেলা কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হবে আগামীকাল ৪ ফেব্রুয়ারি । শনিবার সকাল ১০-০০ ঘঠিকা করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত আকবরপুর স্থিত আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে এই সভা ।

জেলা কার্যনির্বাহী সভায় প্রদেশ বিজেপির পক্ষে কার্যনির্বাহী সভার প্রভারি হিসেবে উপস্থিত থাকবেন অসম প্রদেশ বিজেপির সামাজিক মাধ্যম কোষের রাজ্যিক আহ্বায়ক পলাশ লাহন । এছাড়া উপস্থিত থাকবেন করিমগঞ্জ জেলা বিজেপির বরিষ্ঠ নেতৃবৃন্দ, মণ্ডল বিজেপি সভাপতি-সাধারণ সম্পাদক, বিজেপি মোর্চার জেলা সভাপতি, কোষের জেলা আহ্বায়ক এবং জেলার কার্যনির্বাহী সদস্য বৃন্দ । জেলা বিজেপির পক্ষ থেকে এক প্রেস বার্তায় এখবর জানান হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *