নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারী৷৷ শুক্রবার সকাল থেকেই টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে শামিল হন কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা৷ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী৷ এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যের জনগণ বিজেপির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে নতুন সরকার গঠন করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা৷ এদিন তিনি গণদেবতা দের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন৷ ভোট প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা বলেন মানুষ প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন৷ জনগণের কাছে সবচেয়ে বড় প্রশ্ণ হল গণতন্ত্র পুনরুদ্ধার করা৷ জনগণের মনে প্রশ্ণ গণতন্ত্র রক্ষিত হবে কিনা, সাংবিধানিক অধিকার রক্ষা করতে পারবে কিনা৷ বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে জনতার মৌলিক অধিকারগুলি কেড়ে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন৷ শুধু তাই নয় জন ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে৷ সে কারণেই মতাদর্শ গত দিক দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ বিজেপির নেতৃত্বাধীন সরকারকে স্বৈরাচারী শাসক হিসেবে তিনি আখ্যায়িত করেন৷ জনগণের প্রত্যাশা পূরণ হোক সেটা চায় কংগ্রেস দল৷ জনগণের ভোটাধিকার নিশ্চিত করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷ আশিস বাবু বলেন সুশাসনের প্রচার চালিয়ে বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যে দুঃশাসন চালু করেছে৷ মানুষ এই অসহনীয় অবস্থা থেকে মুক্তি চাইছেন৷ আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী করে রাজ্যে নতুন সরকার গঠন করার কাজে এগিয়ে আসার জন্য গণতন্ত্র প্রিয় ধর্মনিরপেক্ষ সকল স্তরের জনগণের প্রতি তিনি আবেদন জানিয়েছেন৷
2023-02-03