লখনউ, ২ ফেব্রুয়ারি (হি.স.): অবশেষে জেল থেকে মুক্তি পেলেন কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পান। বৃহস্পতিবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে সিদ্দিককে, এমনটাই জানিয়েছেন লখনউ জেলা কারাগারের আধিকারিক রাজেন্দ্র সিং। দীর্ঘ ২৮ মাস পর জেল বেরোনোর পর মিডিয়াকে ধন্যবাদ জানিয়েছেন কেরলের সাংবাদিক। তিনি বলেছেন, “২৮ মাস পর আমি জেল থেকে বেরোলাম। আমাকে সমর্থন করার জন্য মিডিয়াকে ধন্যবাদ জানাতে চাই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। জেল থেকে বেরোতে পরে আমি খুশি।”
২০২০-র অক্টোবরে হাথরাস যাওয়ার পথে উত্তর প্রদেশ পুলিশ গ্রেফতার করে কেরলের এই সাংবাদিককে। তাঁর বিরুদ্ধে ইউএপিএ-সহ একাধিক কঠোর ধারায় মামলা হয়। দাবি করা হয়, তিনি নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার সদস্য। প্রসঙ্গত, হাথরাসে এক দলিত তরুণীকে গণধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে। সেই খবর করতেই হাথরাস যাচ্ছিলেন সিদ্দিক। পথেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট তাঁকে অন্য সমস্ত মামলায় জামিন দেয়। কিন্তু তখনও জেলমুক্তি ঘটেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দায়ের করা আর্থিক তছরুপের মামলায় জামিন না মেলায়। পরবর্তীকালে সেই মামলাতেও জামিন পেয়ে যান সিদ্দিক। বুধবারই সিদ্দিকির জামিনের জন্য প্রয়োজনীয় সিউরিটি আদালতে দাখিল করা হয়। এরপর বৃহস্পতিবার সকালে জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি।

