সাব্রুমে অনূর্ধ্ব ১৩ ফাইনালে কাল ইয়ুথ ওয়েলফেয়ার ও ধম্মদীপার ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি।। সাব্রুমে অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের ফাইনাল ম্যাচ ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। এতে ধম্মদীপা স্কুল খেলবে ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটির বিরুদ্ধে। আজ, বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি ৬০ রানের ব্যবধানে ইস্ট মনুঘাট ইংলিশ মিডিয়াম স্কুলকে পরাজিত করেছে। এই জয়ের সুবাদে ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। খেলা ছিল ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে। বেলা পৌনে দশটায় ম্যাচ শুরুতে টস জিতে ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ৪০ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুরজ দাস সর্বাধিক ৭১ রান পায় । ৮৩ বল খেলে সাতটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে সুরজ ৭১ রান সংগ্রহ করে। এছাড়া শ্রাবণ দেবনাথ পেয়েছে ২৩ রান। পূর্ব মনুঘাট স্কুলের রাহুল শীল এবং সায়ন দেব তিনটি করে উইকেট পেয়েছে। জবাবে ইস্ট মনু ঘাট স্কুলের ছেলেরা মূলতঃ মরণ লোধের দুর্ধর্ষ বোলিং এর শিকার হয়। মরণ ১৬ রানের বিনিময়ে একাই পাঁচটি উইকেট তুলে নিয়ে ইস্ট মনুঘাটকে রুখে দেয় এবং প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব জিতে নেয়। যে কারণে পূর্ব মনুঘাট ২৬.৪ ওভারে ১১১ রানে  ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। অভিজিৎ ত্রিপুরা সর্বাধিক ১৫ রান পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *