ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৩৭ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ তৃণমূলের

আগরতলা, ১ ফেব্রুয়ারি(হি. স.) : ত্রিপুরায় ক্ষমতা দখলের স্বপ্ন অধরা থাকলেও নির্বাচনী প্রচারে চাঁদের হাট বসাতে চলেছে তৃণমূল কংগ্রেস। সারা ত্রিপুরায় গোষ্ঠী কোন্দলে জেরবার ঘাসফুল শিবির নির্বাচনী প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৩৭ জনের তালিকা প্রকাশ করেছে।

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের প্রচারে আগামী ৬ এবং ৭ ফেব্রুয়ারি আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া আসছেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি-সহ দলের বরিষ্ঠ নেতা তথা লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। 

তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় ঠাই পেয়েছেন লোকসভার সাংসদ মহুয়া মৈত্র, সাংসদ কাকলী ঘোষ দস্তিদার, মিমি চক্রবর্তী, কলকাতার মেয়র তথা নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিম। অন্যদিকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ও মন্ত্রী শশী পাঁজাও ত্রিপুরায় প্রচারে আসছেন বলে দলীয় বিবৃতিতে জানা গিয়েছে।

এছাড়াও প্রচারকদের মধ্যে থাকছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির চেয়ারম্যান পীযূষ কান্তি বিশ্বাস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির-সহ চেয়ারম্যান আশীষ লাল সিং।

ত্রিপুরার যুব সমাজকে উদ্বুদ্ধ করতে প্রচারে আসছেন পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সুদীপ রাহা প্রমুখ। 

পাশাপাশি প্রচারে থাকছেন লোকসভার সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী(দেব), বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তী, বিধায়ক ও বিখ্যাত গায়ক অদিতি মুন্সী, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী জুন মালিয়া, মুনমুন সেন প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *