যুবরাজনগর কেন্দ্রের নির্দল প্রার্থী আক্রান্ত, গাড়ি ভাঙচুর, আহত দেহরক্ষী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷ মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে প্রচার শেষ করে বাড়িতে ফেরার পথে আক্রান্ত  যুব রাজনগর কেন্দ্রের নির্দল প্রার্থী কান্তি গোপাল নাথ৷ ৫৭ যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অখন্ড বিকাশ পরিষদের কান্তি গোপাল নাথ৷ মঙ্গলবার দলীয় প্রচারে আনন্দবাজার গিয়েছিলেন৷ সেখান থেকে পূর্ব হাফলং হয়ে ফেরার পথে পূর্ব হাফলং বিদ্যালয়ের ৫০০ মিটার আগে তারা দেখতে পায় কাঠের লগ ফেলে তাদের রাস্তা কে বা কারা আটকে রেখেছে৷ গাড়ি থেকে নেমে কাঠের লগ সরাতে গেলে এক ব্যক্তি রড নিয়ে গাড়ির উপর আক্রমণ চালায়৷ গাড়ির সামনের কাচ ভেঙ্গে চুরমার হয়ে যায়৷ পরক্ষণে কান্তি গোপাল নাথকে লক্ষ্য করে পুনরায় রড দিয়ে আক্রমণ চালালে তিনি সরে যান৷ ইতিমধ্যে ৩০ মিটার দূরে তাদের আরেকটি নির্বাচনী গাড়ি থাকায় সে আলোর কারণে তারা পালিয়ে যায়৷ কান্তি গোপাল নাথ এবং তার দেহরক্ষী কনস্টেবল  কাঁচের আঘাতে অল্প বিস্তর আহত হন৷ ধর্মনগর থানায় খবর গেলে পুলিশ বাহিনী ছুটে আসে৷ তবে কোন দুষৃকতিকে গ্রেপ্তার করা এখনো সম্ভব হয়নি৷ পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে৷ নির্দল প্রার্থীর ওপর এ আক্রমণে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷