BRAKING NEWS

প্রমোদ সাওয়ান্তের ইস্তফা চাইল তৃণমূল, গোয়ার রাজ্যপালের দ্বারস্থ সৌগতরা

পানাজি, ২৬ অক্টোবর (হি.স.): গোয়ায় মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের পদত্যাগ চেয়ে চাপ বাড়াচ্ছে তৃণমূল। মঙ্গলবার সকালে গোয়ার রাজ্যপাল শ্রীধরন পিল্লাইয়ের সঙ্গে দেখা করেন তৃণমূল নেতারা। দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রী প্রমোদকে বরখাস্তের দাবি জানিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি তুলে দেন লুইজিনহো ফালেইরো, সৌগত রায় ও বাবুল সুপ্রিয়রা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ করেন সে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। মালিকের আরও অভিযোগ, দুর্নীতির কথা প্রকাশ্যে আনতেই তাঁকে গোয়া-ছাড়া করা হয়েছে। প্রাক্তন রাজ্যপালের এই অভিযোগকেই হাতিয়ার করেছে তৃণমূল। এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শেষে তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি লুইজিনহো ফালেইরো বলেছেন, “মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের ইস্তফা চেয়ে আমরা রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। আমাদের দাবি, দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত। রাজ্যের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক মুখ্যমন্ত্রী সাওয়ান্তের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন।’’ তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, “আমরা গোয়ার রাজ্যপালের কাছে দু’টি স্মারকলিপি জমা দিয়েছি। একটি স্মারকলিপি গোয়ার প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং অন্যটি সিদ্ধি নায়েকের মৃত্যুর বিষয়ে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *