BRAKING NEWS

Patient without treatment : মডেল রাজ্যের মডেল ডাক্তার ব্যস্ত মোবাইল ফোন নিয়ে, বিনা চিকিৎসায় রোগী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। মডেল রাজ্যের মডেল ডাক্তার ব্যস্ত মোবাইল ফোন নিয়ে, বিনা চিকিৎসায় রোগী পড়ে রয়েছে ইমারজেন্সি টেবিলে। ঘটনা বিশালগড় মহকুমা হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে জনমনে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে বিশালগড় দমকল বাহিনীর কাছে খবর আসে বিশালগড় মুরাবাড়িএলাকায় একজন অপরিচিত বয়স্ক লোক অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে । সেই খবর শুনে বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি ছুটে গিয়ে অসুস্থ লোকটিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে।

তাকেচিকিৎসার জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে ইমাজেন্সি ওয়ার্ডের বেডের মধ্যে রেখে চলে যায় দমকল বাহিনীর জওয়ানরা। কিন্তু মডেল রাজ্যের মডেল ডাক্তাররা একবারের জন্যও এই অসুস্থ রোগীকে দেখার প্রয়োজন মনে করেনি। ঘন্টার পর ঘন্টা ইমারজেন্সি ওয়ার্ডে চিকিৎসার জন্য কাতরাচ্ছে এই বৃদ্ধ লোকটি। বিষয়টি দেখে হাসপাতালে আসা অন্যান্য রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা হতবাক। এদিকে মডেল ডাক্তার বাবুদের দেখা যাচ্ছে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকতে ,আর থাকবেই নাইবা কেন মডেল রাজ্যের মডেল ডাক্তার বলে কথা। প্রতিনিয়তই বিশালগড় মহকুমা হাসপাতালের বিরুদ্ধে এসমস্ত গুরুতর অভিযোগ উঠে আসছে। কিন্তু একবারের জন্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোন ধরনের ভূমিকা গ্রহণ করতে লক্ষ্য করা যায়নি। আজকের ঘটনাটি দেখে সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের তরফ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *