BRAKING NEWS

নির্ভয়া-এক পহল কর্মসূচির সূচনা, যোগী বলেলন কম সুদে ঋণ পাবেন মহিলারা

লখনউ, ২৯ সেপ্টেম্বর (হি.স.): মিশন শক্তির তৃতীয় পর্যায়ের অধীনে ‘নির্ভয়া-এক পহল’ কর্মসূচির সূচনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার লখনউতে নির্ভয়া-এক পহল কর্মসূচির সূচনা করেছেন যোগী আদিত্যনাথ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “৭৫ হাজার মহিলা সরাসরি স্টেট ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হবেন এবং কম সুদে ঋণ পাবেন তাঁরা। এছাড়াও প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে ৩ মাসের জন্য রাজ্য ভর্তুকির সুবিধা পাবেন।”

উত্তর প্রদেশ সরকারের ‘নির্ভয়া-এক পহল’ কর্মসূচির মাধ্যমে উপকৃত হবেন ৭৫ হাজারের বেশি মহিলা। যোগী আদিত্যনাথ এদিন জানিয়েছেন, “২০১৭ সালের আগে বিশৃঙ্খল পরিস্থিতি ছিল। মেয়েরা বাড়ির বাইরে গেলে ভয়ের মধ্যে থাকত পরিবার। এই সমস্যার সমাধানে আমরা অ্যান্টি রোমিও স্কোয়াড এনেছি। বহু সাফল্য পেয়েছি আমরা।” উত্তর প্রদেশে মহিলাদের প্রাপ্তি সম্পর্কে যোগী আদিত্যনাথ বলেছেন, “এখন রাজ্যে ৩০ হাজার মহিলা কনস্টেবল রয়েছে।..রেডিমেড জামাকাপড়ের কাজকে উৎসাহদান করতে পারেন মহিলারা, উত্তর প্রদেশকে আমরা এর কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *