BRAKING NEWS

অসমের দুটি কাগজকল কর্মচারীর বকেয়া মেটাতে ৫৭০ কোটি টাকা, রাজ্যের সঙ্গে চুক্তি, ট্যুইট মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : নগাঁও এবং কাছাড় কাগজ কলের কৰ্মচারী-শ্রমিকদের দীৰ্ঘদিনের সমস্যা সমাধানের পথে। অসমের দুই ভারী শিল্পপ্রতিষ্ঠানের কর্মচারীদের দীর্ঘদিনের বেতন ইত্যাদি যাবতীয় বকেয়া মিটিয়ে দিতে ‘রিলিফ প্যাকেজ’-এর মোট ৫৭০ কোটি আগামী দু মাসের মধ্যে রিলিজ করে দেবে অসম সরকার। হিন্দুস্তান পেপার কর্পোরেশন কর্তৃপক্ষ এবং কাগজ কল কর্মচারীদের সংগঠন জয়েন্ট অ্যাকশন কমিটি অব রিকগনাইজড ইউনিউন (জাকরু)-এর সঙ্গে গুয়াহাটিতে মুখ্যমন্ত্রীর দফতরে তাঁর পৌরোহিত্যে এ ব্যাপারে গতকাল রাত প্রায় দশটা থেকে বুধবার ভোররাত দুটো পর্যন্ত টানা চার ঘণ্টাধিক সময়ব্যাপী বৈঠকে এই সমঝোতা-চুক্তি হয়েছে। সমঝোতা-চুক্তি অনুযায়ী আগামী দু মাসের মধ্যে তাঁদের প্ৰাপ্য বেতন এবং অন্যান্য বকেয়া পেয়ে যাবেন কাগজ কল দুটির কর্মচারী-শ্রমিকরা।বৈঠক শেষে বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোররাত ২:৪৭ মিনিটে এই খবর দিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা তাঁর অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডলে লিখেছেন, ‘অবশেষে হিন্দুস্তান পেপার কর্পোরেশনের শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে তাদের বেতন ও বকেয়া সংক্রান্ত দীর্ঘদিনের বিবেচনাধীন সমস্যা সমাধানে সমঝোতা হয়েছে। আমার অফিসে চার ঘণ্টার বেশি সময়ব্যাপী আলোচনার পর ভোর ২:০০টায় শেষ হয়েছে বৈঠক।’জাকরু-র জনৈক পদাধিকারীর কাছে জানা গেছে, রিলিফ প্যাকেজের ৫৭০ কোটি টাকা থেকে কর্মচারী-শ্রমিকদের বেতন সহ অন্যান্য বকেয়া, প্রভিডেন্ট ফান্ড, গ্রেচুয়িটি, পেনশন, এলআইসির প্রিমিয়াম, ব্যাঙ্ক থেকে ঋণগ্রস্ত কর্মচারীদের মাসিক কিস্তির টাকা পরিশোধ করা হবে। এছাড়া চুক্তিভিত্তিক কর্মচারী ও শ্রমিক এবং শিক্ষকদের বকেয়া টাকাও প্রদান করা হবে। হিন্দুস্তান পেপার কর্পোরেশন (এইচপিসি)-এর আধীনস্থ অসমের কাছাড় এবং নগাঁও কাগজ কল দুটির ১০০ জন যুব-কৰ্মচারীকে যোগ্যতা অনুযায়ী ‘স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ’-এর বলে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। পাশাপাশি এইচপিসি-র হাসপাতালে কৰ্মরত চিকিৎসক এবং নার্সদের ‘ন্যাশনাল হেলথ মিশন, অসম’ (এনএইচএম)-এর অধীনে ঠিকাভিত্তিক নিযুক্তি দেবে রাজ্য সরকার। তাছাড়া, ৫৮ বছর এবং তার ঊর্ধ্ব সব কৰ্মচারীকে দেওয়া হবে পেনশন।বৈঠকে আরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে, বিভিন্ন আদালতে বিচারাধীন আইনি মামলাকারী শ্রমিক-কর্মচারীদের প্রদেয় রিলিজ প্যাকেজ থেকে বঞ্চিত করবে না সরকার, যাঁরা আইনের আশ্রয় নিয়েছেন, তাঁরাও অন্যদের মতো এই প্যাকেজের সমান অধিকার পাবেন। তবে এক মাসের মধ্যে এইপিসি-র সব আবাস খালি করলেই এই সব সুবিধা পাবেন কাগজ কল দুটির কর্মচারী-শ্রমিকরা। এছাড়া, এইচপিসির সমস্ত সম্পদ অসম সরকারের অধীনে থাকবে, জানিয়েছেন জাকরু-র প্রতিনিধি।এখানে উল্লেখ করা যেতে পারে, হিন্দুস্তান পেপার কর্পোরেশনের অধীনস্থ অসমের কাছাড় (হাইলাকান্দি জেলার পাঁচগ্রামে) ও নগাঁও পেপার মিল (জাগিরোডে) দুটি বন্ধ গত পাঁচ বছর থেকে। প্রায় পাঁচ বছর অর্থাৎ মোট ৫৬ মাস থেকে বেতন পাচ্ছেন না কর্মচারীরা। ৯৩ জন কর্মচারী বেতনহীন অবস্থায় বিনা চিকিৎসায় মারা গেছেন। তিনজন আত্মহত্যা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *