BRAKING NEWS

পশ্চিমবঙ্গে ভোট ও হিংসা একে অপরের পরিপূরক : ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা, বিশেষ করে ভবানীপুরে দিলীপ ঘোষ-সহ বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। পশ্চিমবঙ্গে হিংসার ঘটনায় মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, অনুরাগ সিং ঠাকুর ও মুক্তার আব্বাস নকভি। জাতীয় নির্বাচন কমিশন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, “পশ্চিমবঙ্গে ভোট ও হিংসা একে অপরের পরিপূরক।”

ভূপেন্দ্র যাদব এদিন বলেছেন, “আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি এবং জানিয়েছি ভোট ও হিংসা পশ্চিমবঙ্গে একে অপরের পরিপূরক। মনে হচ্ছে দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) ও তাঁর কর্মীরা ভোটের থেকেও বেশি বিশ্বাসী হিংসায়। দিলীপ ঘোষের উপর হিংসা এটাই বুঝিয়ে দিচ্ছে যে তৃণমূল ও বিজেপি সরকার হিংসাকেই গণতন্ত্র বলে মনে করে। আমরা পদক্ষেপের দাবি জানাচ্ছি।” ভূপেন্দ্র যাদব আরও বলেছেন, “কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছি। রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সরকার নিজেদের রিপোর্টে জানিয়েছে, তাঁরা ৮ জনকে গ্রেফতার করেছেন, আমাদের মতে সবটাই লোক দেখানো। যদি ৮ জন গ্রেফতার হন, তার মানে প্রমাণিত হচ্ছে হামলা সত্যিই চালানো হয়েছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *