BRAKING NEWS

Two were seriously injured : বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৮ সেপ্টেম্বর।। মঙ্গলবার দুপুর নাগাদ বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই। ঘটনা ধর্মনগরের কামেশ্বর এলাকায়। পথ দুর্ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে।প্রতিদিন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা ও পানিসাগর মহাকুমার বিভিন্ন প্রান্তে ছোটবড় পথ দূর্ঘটনা লেগেই রয়েছে। অনেকে আবার পথ দূর্ঘটনায় প্রান হারাচ্ছেন। অনুরূপ ভাবে আজও এমন একটি পথ দূর্ঘটনা সংঘটিত হল ধর্মনগর মহকুমার কামেশ্বর পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায়।বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে দুই ব‍্যাক্তি গুরুত্বর ভাবে আহত হয়।

ঘটনাস্থল থেকে ধর্মনগর দমকল অফিসের কর্মীরা আহতদের জেলা হাসপাতালে নিয়ে আসে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ। দূর্ঘটনা স্হল থেকে বাইক ও স্কুটিকে পুলিশ ধর্মনগর থানায় নিয়ে আসে। এদিকে এক দমকল কর্মীর সাথে কথা বলে জানা যায় মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ কমেশ্বর এলাকায় বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়।ধর্মনগর থেকে জনৈক সুজিত দেব নিজের TR05D/6393 নম্বরের বাইক ও অলক দাস নামে ব্যক্তি নিজের TR05C/6532 নম্বরের স্কুটির মুখোমুখি সংঘর্ষ বাঁধে।আর তাতে উভয়েই ধর্মনগর বাগবাসা সড়কের উপর ছিটকে পড়ে।বাইক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষের বিকট শব্দ পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছান এবং ধর্মনগর দমকল অফিসে খবর দেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধর্মনগর থেকে দমকল বাহিনি ছুটে যায় এবং রক্তাপ্লুত আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। বাইক ও স্কুটি চালকের আঘাত গুরুত্বর বলে জানাগেছে।বর্তমানে উভয়েই ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *