BRAKING NEWS

Traffic system of Kamalpur : নিধিরাম সর্দারের মতো হয়েছে কমলপুরের ট্রাফিক ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। ঢাল নাই, তরোয়াল নেই, নিধিরাম সর্দারের মতো হয়েছে কমলপুরের ট্রাফিক ব্যবস্থা। দুর্ভোগ পোহাচ্ছে কমলপুরের জনসাধারন। বাড়ছে ক্ষোভ।বিগত চার বছর আগে কমলপুরে যান জট, দুর্ঘটনা এড়ানোর জন্য শহরের ব্যস্ততম এরিয়া বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতাল রোড, মহকুমা শাসক অফিস ভায়া ভট্টাচার্য্য পাড়া রোড, আদালত ভায়া বাজার রোড, কমলপুর — আমবাসা রোডের নেতাজী চৌমুহনীর চৌমাথায় লক্ষ লক্ষ টাকা খরচ করে আরক্ষা দপ্তর থেকে কম্পিউটার ( ইলেক্ট্রনিক্স ) ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছিল। কম্পিউটার ট্রাফিক সিগন্যাল প্রায় ২০ দিন চলার পর আকস্মিক ভাবে বন্ধ হয়ে যায়। আজও চালু হয় নি।

বর্তমানে কম্পিউটার ট্রাফিক সিগন্যাল লোহার পোস্ট গুলিতে মরিচা ধরে ভগ্নদশায় পরিনত হয়েছে। দীর্ঘ বছর ট্রাফিক সিগন্যাল গুলি সাক্ষী গোপালের ন্যায় পড়ে থাকায় যান চালকগন ট্রাফিক আইন অমান্য করে যে যার খুশী মতো চলাচল করছে। এতে করে বাড়ছে নানা ধরনের দুর্ঘটনা। কোন হেলদোল নেই মহকুমা প্রশাসনের। যাও কমলপুর জনসাধারন ট্রাফিক উন্নয়নের মুখ দেখেছিল তাও এখন বিশবাও জলে। এদিকে, কমলপুর শহরের বিভিন্ন তেমাথা, চৌমুহনী গুলিতে যানজট এড়ানোর জন্য শহরের জনৈক ব্যবসায়ী উনার ব্যবসার বিজ্ঞাপনের জন্য ট্রাফিক পুলিশের সুবিধার জন্য লোহার ট্রাফিক পয়েন্ট তৈরী করে দিয়েছিল। বর্তমানে ট্রাফিক পয়েন্ট গুলির অবস্থা করুন আকার ধারন করেছে। শহরবাসীদের মতে এক অব্যবস্থার মধ্যে চলছে কমলপুরে ট্রাফিক। ফলে দুর্ঘটনা দিন দিন বাড়ছে। কমলপুরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য এলাকাবাসীর থেকে দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *