নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ হিসেবে শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছেন বিধায়ক রতন চক্রবর্তী৷ বৃহস্পতিবার তিনি তার মনোনয়নপত্র বিধানসভার সচিবের কাছে জমা দিয়েছেন৷
ত্রিপুরা বিধানসভার সচিব বিপি কর্মকারের কাছে অধ্যক্ষ পদে মনোনয়নপত্র জমা দিলেন বিধায়ক রতন চক্রবর্তী৷ বিরোধীদলের তরফ থেকে কেউ মনোনয়নপত্র জমা দেয়নি৷ শুক্রবার বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই রতন চক্রবর্তী নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন৷ মনোনয়নপত্র জমা দেওয়ার পর রতন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দলীয় নেতৃত্ব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ অন্যান্যরা তাঁকে অধ্যক্ষ হিসেবে মনোনীত করায় তিনি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ৷ তিনি বলেন, ১৯৯৩ সালের পর তিনি কোন মর্যাদাপূর্ণ আসনে বসার দায়িত্ব পাচ্ছেন৷ তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে চেষ্টা করবেন বলে জানান৷
বিধানসভার অধ্যক্ষ পদে বিরোধী দলের পক্ষ থেকে অবশ্য কেউ মনোনয়নপত্র জমা দেননি৷ তাই বিধায়ক রতন চক্রবর্তী বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধ্যক্ষ পদে নির্বাচিত হচ্ছেন৷ তিনি বিদায়ী অধ্যক্ষ রেবতী মোহন দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন৷

