আগরতলা, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : ত্রিপুরা বিধানসভার নয়া অধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন বিধায়ক রতন চক্রবর্তী। তিনি ত্রিপুরা বিধানসভার চতুর্দশ অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার সামলাবেন। আজ শুক্রবার দ্বাদশ বিধানসভার দশম অধিবেশনের শুরুতেই উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অধ্যক্ষ নির্বাচন পর্ব শুরু করেন। নিরবাচন পর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রতন চক্রবর্তীকে অধ্যক্ষ হিসেবে ঘোষণা করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।
উপাধ্যক্ষ বিশ্ববন্ধু বলেন, অধ্যক্ষ নির্বাচনে তিনটি প্রস্তাব জমা পড়েছে। প্রথম প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা এই প্রস্তাবে সমর্থন করেছেন। দ্বিতীয় প্রস্তাব দিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। সেই প্রস্তাব সমর্থন করেছেন জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। তৃতীয় প্রস্তাব দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ। তাঁর প্রস্তাবে সমর্থন করেছেন সরকারি মুখ্য সচেতক কল্যাণী রায়।
উপাধ্যক্ষ বিধানসভায় অধ্যক্ষ নির্বাচনের প্রস্তাব উত্থাপনের জন্য বললে সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ প্রস্তাব উত্থাপন করেন। বিধায়ক রতন চক্রবর্তী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হন। প্রথা মেনে মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা এবং ট্রেজারি বেঞ্চের সদস্যরা নবনির্বাচিত অধ্যক্ষকে তাঁর আসন পর্যন্ত পৌঁছে দেন।
অধ্যক্ষ পদে নির্বাচিত হয়ে রতন চক্রবর্তী বিধানসভার সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি বিধানসভা পরিচলনায় সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। নবনির্বাচিত অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন, গণতন্ত্রের পীঠস্থান বিধানসভায় সকল সদস্যই জনগণের কল্যাণ কামনা করেন। রাজ্যের উন্নয়নের পাশপাশি জনগণের সমস্ত সমস্যা সমাধানের জন্য লড়াই করেন। তাই, গঠনমূলক আলোচনার মাধ্যমে জনকল্যাণ এবং ত্রিপুরার উন্নয়ন নিশ্চিত করার আবেদন জানান তিনি। তাঁর মতে, বিধানসভায় ট্রেজারি বেঞ্চ এবং বিরোধীরা সমান গুরুত্বপূর্ণ। তাই বিধানসভা পরিচালনায় সকলের সহযোগিতা চেয়েছেন নতুন অধ্যক্ষ।
ত্রিপুরা বিধানসভায় নতুন অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় রতন চক্রবর্তীকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অভিনন্দন জানান। তিনি বলেন, সংসদীয় রাজনীতিতে আপনার অভিজ্ঞতা ত্রিপুরা বিধানসভাকে সমৃদ্ধ করবে। এদিন বিরোধী দলনেতা মানিক সরকার অধ্যক্ষকে উদ্দেশ্য করে বলেন, পদ্ধতি অনুযায়ী বিরোধী দলের সহযোগিতা আপনি পাবেন। সাথে তিনি যোগ করেন, পদের মর্যাদা নিয়ে সজাগ সচেতন থেকে দায়িত্ব পালন করবেন বলে বিশ্বাস করি আমরা।

