BRAKING NEWS

রবিবার গুরুত্বপূর্ণ বৈঠকে অমিত শাহ, কথা বলবেন মাও-অধ্যুষিত ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): আগামী রবিবার, ২৬ সেপ্টেম্বর উচ্চ-পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিন দেশের মাওবাদী-অধ্যুষিত ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমান পরিস্থিতির পাশাপাশি ভবিষ্যতের রোডম্যাপ নিয়েও আলোচনা হতে পারে ওই বৈঠকে। রবিবার দিল্লি বিজ্ঞান ভবনে হবে ওই বৈঠক।

মাওবাদী-অধ্যুষিত ছত্তিশগড়, ঝাড়খন্ড, বিহার, ওডিশা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, কেরল ও মধ্যপ্রদেশ-এই ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রী অথবা তাঁদের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন। বর্তমান পরিস্থিতি তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরবেন। প্রসঙ্গত, প্রতিবছর এমন বৈঠক আয়োজিত হয়, কিন্তু করোনা-পরিস্থিতির কারণে গত বছর এই বৈঠকের আয়োজন করা হয়নি। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, আইবি-র ডিরেক্টর অরবিন্দ কুমার ও স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *