নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৩ সেপ্টেম্বর।। ত্রিপুরায় আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির সাথে জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আরপিআই)৷ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে৷
এনডিএ-র শরিক দল আরপিআই-র প্রধান রামদাস আঠওয়ালে আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে দাবি করেন, ত্রিপুরায় সংগঠনের শ্রীবৃদ্ধি হয়েছে৷ ফলে, আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি চলছে৷ তাঁর কথায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে খুবই মধুর সম্পর্ক রয়েছে৷ তাই, ত্রিপুরা বিধানসভা নির্বাচনে জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতায় বিপ্লব বাবুর আপত্তি হবে না৷
তিনি বলেন, ত্রিপুরায় নির্বাচনে জোট গঠনে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র সাথে দেখা করব৷ জোটের প্রস্তাব দেব৷ তাঁর বিশ্বাস, ত্রিপুরায় আরপিআই-র সাথে জোট গঠনে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সম্মতি দেবে৷ ধারণা করা হচ্ছে, সর্বোচ্চ ২টি আসনেই রামদাস আঠওয়ালের দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় সন্তষ্ট থাকবে৷