প্যারিস, ২৩ সেপ্টেম্বর (হি.স) : ফরাসি লিগে এদিন মেতজের বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে প্যারিস সাঁ জার্মেইন। এই জয়ের সাথে সাথেই টানা সাত ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখল পিএসজি। তবে এই জয় এসেছে কষ্টার্জিত ভাবেই। পয়েন্ট খোয়াতে চলা পিএসজি জয় পায় নির্ধারিত সময়ের শেষে যোগ করা ইনজুরি সময়ে, ৯৫ মিনিটের মাথায়। পিএসজির হয়ে বুধবার রাতে দুটি গোলই করেন আশরফ হাকিমি।
হাঁটুর ইনজুরিতে এই ম্যাচে ছিলেন না মেসি। নেইমার, এমবাপ্পের সাথে প্রথম একাদশে ছিলেন ইকার্দি। ম্যাচের পাঁচ মিনিটেই হাকিমির গোলে এগিয়ে যায় পিএসজি। তবে প্রথমার্ধ শেষের আগেই সমতা ফিরে পায় মেতজ। দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও গোলের দেখা পাচ্ছিলো না পচেত্তিনোরা। অবশেষে ৯৫ মিনিটে রেফারির শেষ বাঁশি বাজানোর ঠিক আগের মুহূর্তেই হাকিমির গোলে টানা সপ্তম জয় তুলে নিয়েছে নেইমার-এমবাপ্পেরা।