Distribution of Ujjwala Yojana gas : উপমুখ্যমন্ত্রীর হাত দিয়ে উজ্জ্বলা যোজনার গ্যাস বিতরণ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ সেপ্ঢেম্বর৷৷ চড়িলাম এর বিধায়ক তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন এর হাত দিয়ে গ্রাহকদের মধ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফ্রী কানেকশন গ্যাস সিলিন্ডার, চুলা পাইপ এবং রেগুলেটর বিতরণ করা হয়৷ বুধবার বেলা ১ ঘটিকায় দক্ষিণ চড়িলাম চৌমুনী পাড়া স্থিত লক্ষীনারায়ন গ্যাস এজেন্সিটি হিন্দুস্থান পেট্রোলিয়াম এর৷ অন্য গ্যাস এজেন্সি গুলি থেকে এই গ্যাস এজেন্সি তে প্রতি সিলিন্ডার ১০০ টাকা কম এমনটাই জানিয়েছেন গ্যাস এজেন্সি এর কর্ণধার গীতা দেবনাথ৷ লক্ষীনারায়ন গ্যাস এজেন্সি তে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী উজ্জ্বলা বীমা যোজনা সাড়ে তিন হাজার আবেদনপত্র জমা পড়েছে৷ এরমধ্যে ৮০০ টি ফ্রী কানেকশন অনুমোদন হয়েছে৷

বুধবার দিন ১০০ জন গ্রাহকের মধ্যে বিতরণ করা হয়েছে৷ প্রধানমন্ত্রী উজ্জ্বলা বীমা যোজনার ফ্রি গ্যাস কানেকশন বিতরণ এবং সুরক্ষা সচেতনতা শিবির এর প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন৷ এছাড়া উপস্থিত ছিলেন চড়িলাম ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন রাখি দাস কর, চড়িলাম পঞ্চায়েত সমিতির সদস্য রাজকুমার দেবনাথ, দক্ষিণ চড়িলাম গ্রামের প্রধান ঝুনু রানী দত্ত এবং গ্যাস এজেন্সি কর্ণধার৷ এই উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপক সংখ্যায় জাতি উপজাতি অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো৷ উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন বিগত দিনে রাজনৈতিক নেতারা মা-বোনদের সশক্তিকরণ এর লক্ষ্যে শুধুমাত্র ভাষণ দিতেন৷ কার্যক্ষেত্রে কিছুই করতেন না৷ ভোট আসলে মা-বোনদের মিছিলে ডান্ডা এবং ঝান্ডা নিয়ে ঘুরাতেন৷ মোদি জি হলো দেশের প্রথম প্রধানমন্ত্রী৷

যিনি মা-বোনদের সশক্তিকরণ এর লক্ষ্যে বিভিন্ন স্কিম প্রতিনিয়ত ঘোষণা করে চলেছেন এবং রূপায়ণ করছেন৷ এর মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা৷ মা বোনরা হাতে লাকড়ি নিয়ে রান্না করতে গিয়ে চোখে ধোয়া লাগে চোখ নষ্ট হয়, সময় নষ্ট হয় সারা দিন চলে যায় রান্না-বান্না করতে৷ যার ফলে মা-বোনরা সংসার সামলাতে সামলাতে পুরোটা দিন চলে যায়৷ সংসারের কাজ করতে হয় সব সময়৷ সমাজের কাজ করতে পারে না৷ যদি মা-বোনদের উন্নতি না হয় তাহলে কোনদিন সমাজের উন্নতি হবে না তদুপরি চড়িলাম এর উন্নতি হবে না৷ রাজ্যের সমস্ত পাইলট প্রজেক্ট চড়িলাম থেকেই শুরু হয়৷ মহিলাদের নিয়ে সর্বপ্রথম রেগার কাজকর্ম পরিচালনার জন্য কর্মশালা শুরু হয়েছিল চড়িলাম থেকেই৷ অন্য রাজ্যের মহিলারা সেনাতে ভর্তি হয় দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করে৷ তাহলে ত্রিপুরার মহিলারা পারবে না কেন? কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দেশ এবং রাজ্যের উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে৷ ভারতীয় জনতা পার্টির সরকার সবকা সাথ সবকা বিকাশ এর লক্ষ্যে কাজ করে চলেছে৷ এখন পানীয় জল ঘর এবং উজ্জ্বলা বীমা যোজনা গ্যাস পেতে হলে পার্টি অফিসে যেতে হয় না ঝান্ডা এবং ডান্ডা নিয়ে মিছিল করতে হয়না৷ এই সরকার সবার জন্য৷ উপমুখ্যমন্ত্রী আরো বলেন যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা বীমা যোজনা কোন সমস্যা হয় তাহলে যাতে গ্যাস এজেন্সির মালিক এর সঙ্গে কথা বলেন৷ গ্যাস এজেন্সি মালিক আরো জানান এখনো যাদের গ্যাস নেই তারা যাতে রেশন কার্ড আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আবেদনপত্র জমা দেন৷ এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে গ্রাহকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়৷