আগরতলা, ২১ সেপ্টেম্বর ।। ত্রিপুরা হাই কোর্টে বিচারপতি পদে আসছেন টি. অমরনাথ গৌর। সুপ্রিম কোর্টের কলেজিয়াম অনুমোদন দিয়েছে। তিনি বর্তমানে তেলেঙ্গানা হাইকোর্টে বিচারপতি পদে রয়েছেন। তাতে, ত্রিপুরা হাইকোর্টে বিচারপতির মোট সংখ্যা দাঁড়াবে পাঁচ।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের কলেজিয়াম হাইকোর্টের প্রধান বিচারপতির বদলির তালিকায় অনুমোদন দিয়েছে। কলেজিয়ামের ওই সিদ্ধান্তে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এ এ কুরেশী রাজস্থান হাইকোর্টে বদলি হয়েছেন। তেমনি, রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিত মহান্তি ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে বদলি হয়েছেন।
এদিকে, সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত ১৬ সেপ্টেম্বর বিচারপতিদের বদলির সিদ্ধান্তে কিছু পরিবর্তন করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি টি. অমরনাথ গৌর ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি হিসেবে বদলি হয়েছেন।

