কেরলে করোনার প্রকোপ কমছেই না, ২১৪ বেড়ে মোট মৃত্যু ২৩,৯৮৭

তিরুবনন্তপুরম, ২১ সেপ্টেম্বর (হি.স.): কেরলে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্ৰমণ। বিগত ২৪ ঘন্টায় কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫,৭৬৮ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ২১৪ জনের। বিগত ২৪ ঘন্টায় কেরলে করোনার থেকে সেরে উঠেছেন ২১,৩৬৭ জন। কেরলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ১৯৫ জন।

কেরলের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় কেরলে নতুন করে ১৫,৭৬৮ জন আক্রান্ত হয়েছেন। ২১৪ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা ২৩,৮৯৭-এ পৌঁছেছে। বিগত ২৪ ঘন্টায় কেরলে করোনার থেকে সেরে উঠেছেন ২১,৩৬৭ জন, মোট সুস্থ হয়েছেন ৪৩,৫৪,২৬৪ জন। কেরলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ১৯৫ জন। বিগত ২৪ ঘন্টায় করোনা-পরীক্ষার সংখ্যা ১,০৫,৫১৩।