Foreign Minister S Jayashankar meets : সৌদি আরবের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর-র

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স) : তিনদিনের সফরে ভারতের মাটিতে পা দিয়েছেন সৌদি আরবের বিদেশ মন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। রবিবার রাজধানীতে তিনি ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর-র সঙ্গে সাক্ষাৎ করেন। তিন দিনের এই সফরে আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

ভারত এবং সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় এদিন আলোচনা হয়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে এই প্রথমবার সৌদি আরবের বিদেশ মন্ত্রী ভারতে পা রাখলেন। তাকে স্বাগত জানান বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। আগামীকাল সোমবার ফয়সাল বিন ফারহান আল সৌদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গিয়েছে।