নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। শনিবার দুপুরে উদয়পুর ফুলকুমারী ম্যাচ ফ্যাক্টরি এলাকায় দুটি বাইক ও ট্রাকের সংঘর্ষে আহত হয়েছে একজনের মৃত্যু হয়েছে ।অপর দুইজন গুরুতর ভাবে আহত হয়েছে।আহত তিনজনকে প্রথমে উদয়পুর টেপানিয়া গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উদয়পুরের দমকল কর্মীরা তাদেরকে উদ্ধার করে জেলা হাসপাতালে পৌঁছে দেয়। সেখানে তিন জন আহতদের মধ্যে একজন প্রসেনজিৎ বিশ্বাসকে হাসপাতালের কর্মরত চিকিৎসক মৃত বলে জানান।অন্য দু’জন আহত রামকৃষ্ণ বণিক এবং কান্তি সিনহা হাসপাতালে চিকিৎসাধীন। কান্তির সিনহার অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিবিতে রেফার করে দেন। চালকদের অসাবধানতার কারণেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রাধাকিশোর পুর থানার পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ গাড়ি ও বাইক আটক করেছে।