নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একাত্তরটি লাল গোলাপ সম্বলিত একটি ফুলের তোড়া পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বাংলাদেশ প্রধানমন্ত্রী তাঁকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিনে উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নয়া দিল্লিস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে শুক্রবার সকালে একাত্তরটি লাল গোলাপ সম্বলিত একটি ফুলের তোড়া ভারতের প্রধানমন্ত্রীর দফতরে প্রেরণ করা হয়।