লখনউতে জিএসটি পরিষদের ৪৫ তম বৈঠক, শুক্রবার পৌরোহিত্য করবেন সীতারমণ

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের রাজধানী লখনউতে বৃহস্পতিবার শুরু হল পণ্য ও পরিষেবা কর (জিএসটি) পরিষদের ৪৫ তম বৈঠক। এদিন আধিকারিক স্তরেই হয়েছে বৈঠক। জিএসটি পরিষদের এটি একটি পূর্ণ বৈঠক। শুক্রবার জিএসটি পরিষদের বৈঠকে পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

শুক্রবার বেলা এগারোটা নাগাদ লখনউয়ের হোটেল তাজ-এ হবে ৪৫ তম জিএসটি পর্ষদের বৈঠক। দেশের সমস্ত রাজ্যের অর্থমন্ত্রীরা এই বৈঠকে অংশ নেবেন। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।