Court has sentenced : ধর্মনগরে অমৃতা নাথ হত্যা মামলায় সাজা ঘোষণা করেছে আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে অমৃতা নাথ হত্যা মামলায় সাজা ঘোষণা করেছে আদালত। হত্যা মামলায় অভিযুক্ত তিন জনকেই সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা নির্দেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বিবিআই স্কুল সংলগ্ন পোস্ট অফিস রোডে চাঞ্চল্যকর অমিতা নাথ খুনের মামলার রায় ঘোষণা করা হয় ১২ সেপ্টেম্বর।দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর উত্তর জেলার জেলা ও দায়রা জজ এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন।

মাননীয় বিচারক উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণের পর হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন। বৃহস্পতিবার অভিযুক্তদের সাজা ঘোষণা করেছেন মাননীয় বিচারক।উল্লেখ্য, ২০২০ সালের ২১ আগস্ট সকালে বি বি আই স্কুল সংল্গন এলাকা থেকে অমিতা নাথের মৃত দেহ উদ্ধার হয়েছিল। এই খুনের মামলায় অভিযুক্ত সুপ্রিয় নাথ ও তার পিতা প্রদীপ নাথ ও মা সম্পা নাথের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থ জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার রায়ে সন্তোষ ব্যক্ত করেছেন মৃতার পরিবারের লোকজনরা। এধরনের রায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরো দৃঢ় হবে বলেও তারা অভিমত ব্যক্ত করেন।