নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর।। স্কুলের ছাত্রীবাসের বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী। ঘটনা বুধবার তেলিয়ামুড়া থানাধীন শুদ্ধ করকরি এলাকার আসাম রাইফেল ক্যাম্প সংলগ্ন ব্লোম অ্যাডভেন্টিস্ট হাই স্কুলে। ।
স্কুলের হোস্টেলে আত্মহত্যা করল এক ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।ঘটনার বিবরণে জানা যায়,বুধবার ব্লোম অ্যাডভেন্টিস্ট হাইস্কুলে অফলাইনে ইংলিশ পরীক্ষা চলছিল। সেই মোতাবেক স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের হল গৃহে প্রবেশ করার সাথে সাথে নজরে আসে অষ্টম শ্রেণী পড়ুয়া এক ছাত্রী পরীক্ষা চলাকালীন সময়ে অসাধু উপায়ে অবলম্বন করে নকল করছিল। স্কুলের শিক্ষক শিক্ষিকারা ঘটনাটি প্রত্যক্ষ করে উক্ত ছাত্রীকে হাতেনাতে পাকড়াও করে পরীক্ষার কক্ষ থেকে বের করে ছাত্রীবাসে পাঠিয়ে দেন।
পরে ওই ছাত্রী আত্ম অভিমানে ছাত্রীবাসের বাথরুমে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে এই ঘটনা স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রত্যক্ষ করে খবর দেয় তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রীর মৃতদেহ টি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে এনে রাখে ময়নাতদন্তের জন্য। অপমানে অভিমানে ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।