BRAKING NEWS

Center has approved the opening of 234 more Anganwari centers : আরো ২৩৪টি অঙ্গনওয়ারী কেন্দ্র খোলার অনুমোদন দিল কেন্দ্র, তার মধ্যে ২০টি ব্রু শরণার্থী পুনর্বাসন এলাকায় খুলবে ত্রিপুরা সরকার, মন্ত্রিসভায় সিদ্ধান্ত

ব্রু শরণার্থীদের পুনর্বাসনের পাশাপাশি তাঁদের শিশুদের ভবিষ্যতের চিন্তাও করছে ত্রিপুরা সরকার। তাই, ব্রু শরণার্থী পুনর্বাসন স্থলের কাছাকাছি এলাকায় অঙ্গনওয়ারী কেন্দ্র স্থাপনে অনুমোদন দিয়েছে ত্রিপুরা মন্ত্রিসভা। কেন্দ্রীয় সরকার ত্রিপুরার জন্য নতুন ২৩৪টি অঙ্গনওয়ারী কেন্দ্রের অনুমোদন দিয়েছে। তার মধ্যে ২০টি অঙ্গনওয়ারী কেন্দ্র ব্রু শরণার্থী পুনর্বাসন এলাকায় খোলা হবে।


সূত্রের খবর, ব্রু শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসন দিয়েই থেমে থাকবে না ত্রিপুরা সরকার। তাঁদের জীবনযাত্রার মানোন্নয়ন, ছেলেমেয়েদের ভবিষ্যত গড়ে তোলারও দায়িত্ব নেবে বিজেপি-আইপিএফটি জোট সরকার। সেই লক্ষ্যেই আজ মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনার পর ব্রু শরণার্থী পুনর্বাসন এলাকায় অঙ্গনওয়ারী কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ত্রিপুরায় বর্তমানে ৯৯১১টি অঙ্গনওয়ারী কেন্দ্র এবং ৫৬টি আইসিডিএস কেন্দ্র রয়েছে। কেন্দ্রীয় সরকার আরও ২৩৪টি নতুন অঙ্গনওয়ারী কেন্দ্র খোলার অনুমতি দিয়েছে। সূত্রের দাবি, নতুন অঙ্গনওয়ারী কেন্দ্রগুলির মধ্যে ২০টি ব্রু শরণার্থী পুনর্বাসন এলাকায় খোলার জন্য ত্রিপুরা মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। স্বাভাবিকভাবেই, কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে। কারণ, নতুন অঙ্গনওয়ারী কেন্দ্র খোলা হলে তাতে হেল্পার ও ওয়ার্কার নিয়োগ করতেই হবে।


ব্রু শরণার্থী পুনর্বাসন স্থল ধলাই জেলায় ১০টি এবং উত্তর ত্রিপুরা জেলায় ১০টি রয়েছে। তাতে ৬৯৫৯ ব্রু শরণার্থী পরিবার পুনর্বাসন পাবে। ইতিমধ্যে ১৩০০ পরিবারের ঘর নির্মানের কাজ শুরু হয়ে গেছে। ৪৬০ পরিবারের ঘর নির্মান কাজ সমাপ্ত হয়েছে।
সূত্রের খবর, ব্রু পুনর্বাসনে ঘর নির্মানের পাশাপাশি রাস্তাঘাট, পানীয় জলের সুবন্দোবস্ত, শৌচালয় এবং ন্যায্য মূল্যের দোকানের সাথে এখন ব্রুদের ছেলেমেয়েদের ভবিষ্যত গড়ে তোলার লক্ষ্যে অঙ্গনওয়ারী কেন্দ্রও স্থাপন করতে চলেছে ত্রিপুরা সরকার। শুধু তাই নয়, বাজারও গড়ে দেবে ত্রিপুরা সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *