নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৩ সেপ্ঢেম্বর৷৷ করোনা পরিস্থিতির কারনে রাজ্যের লোকাল ট্রেন গুলি বাতিল হবার ফলে বিপাকে পড়েছে ধর্মনগর রেল স্টেশন এলাকার চা দোকান, হোটেল এবং ফাষ্টফুডের ব্যাবসার সাথে জরিত ব্যাবসায়ীরা৷ লোকাল ট্রেনের চলাচল কম থাকাতে স্টেশনে যাত্রী ভিরও নেই৷ফলে স্টেশন চওরের এই ব্যাবসার সাথে যুক্ত ব্যাবসায়ীরা ব্যাবসা না থাকাতে পরিবার প্রতি পালন করতে গিয়ে সমস্যার সম্পুখিন হতে হচ্ছে৷তাছাড়াও দুরপাল্লার যাত্রীবাহি ট্রেন গুলিতেও ধর্মনগর স্টেশন থেকে আগের মত যাত্রী উঠা নামা করছে না৷ করোনা আবহের কারনে রাজ্যের লোকাল ট্রেন যেমন দুটি চলাচল করছে অন্যদিকে দুরপাল্লার যাত্রী বাহি রেল গাড়ি গুলিতেও যাত্রীদের চলাচল কম হবার ফলে ধর্মনগর রেল স্টেশন চত্বরের দোকানীরা বিপাকে পড়েছেন৷
রাজ্যের দ্বিতীয় বৃহওম শহর হল ধর্মনগর৷ এই শহরে প্রতিদিন প্রচুর লোকের সমাগম হয়৷ রেলের মান চিত্র ত্রিপুরা রাজ্যে যুক্ত হবার পর থেকে বিশেষত রাজ্যে ব্রড গেজ রেল পরিসেবা চালু হবার পর থেকেই ধর্মনগর রেল স্টেশনেরের গুরুত্ব বেড়ে যায়৷ বহিঃ রাজ্য গামী দুরপাল্লার যত গুলি এক্সপ্রেস রেল গাড়ি রয়েছে সব গুলি ট্রেন এই স্টেশনে যেমন দাঁড়ায়, তেমনি ধর্মনগর আগরতলা গামী এবং ধর্মনগর শিলচর গামী রেল গাড়িও এই স্টেশন থেকে যাত্রা শুরু করে৷ বহিঃ রাজ্য গামী এক্সপ্রেস রেল গাড়ি গুলির বেশির ভাগই কুমারঘাট,পেঁচারথল ও পানিসাগর স্টেশনে দাঁড়ায় না৷ফলে এই এলাকা গুলির জনগন বহিঃ রাজ্যে যাবার জন্য ধর্মনগর স্টেশনে যেতে হয়৷
স্বাভাবিক ভাবেই ধর্মনগর স্টেশনে যাত্রীদের বেশ ভিড় হয়৷তাছাড়া প্রতিদিন সাড়ে পাঁচটায় ধর্মনগর থেকে একটি রেল শিলচর এবং সকাল ছয়টায় আগরতলার উদ্দেশ্য যাত্রীনিয়ে রেল গুলি যাত্রা করে৷প্রতিদিন ভোর থেকেই ধর্মনগর রেল স্টেশন যাত্রী দের ভির থাকে৷ ভোর থেকে এই স্টেশনে যাত্রীদের ভির থাকার ফলে স্টেশন চত্বরের চা দোকান ও ফাষ্ট ফুডের দোকানীরাও ভোর থেকে দোকান খুলে বসে৷ ধর্মনগর স্টেশনের প্লেটফর্মে রেল দপ্তরের অনুমোদিত সাতটি চায়ের দোকান এবং একটি হোটেল আছে৷ তাছাড়াও স্টেশন চত্বরে আরো বিশ থেকে পঁচিশটি হোটেল ও চায়েরর দোকান রয়েছে৷ করোনা পরিস্থিতর আগে এই দোকান গুলিতে রেল যাত্রীদের ভির থাকতো৷ রেল যাত্রীরা এই দোকান গুলি থেকে সকালের প্রাতরাশ যেমন করতো তেমনি দুপুরের যাত্রীরাও দুপুরের খাওয়া দাওয়া করতো৷ কিন্তু করোনা পরিস্তির কারনে বর্তমানে রাজ্যের লোকাল ট্রেন গুলি থাকলেও যাত্রী তেমন হচ্ছেনা৷তাই স্টেশন চত্বরে যাত্রীদের ভিরও কম৷ তাছাড়া বহিঃ রাজ্য গামি রেল গাড়ি গুলিতেও যাত্রীদের চলাচল কম৷

