BRAKING NEWS

দ্বাদশের নম্বর দেখেই ডাক্তারিতে ভর্তি, বিল পাশ তামিলনাড়ুতে

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স) : ডাক্তারি পড়ার জন্য তামিলনাড়ুর ছাত্র-ছাত্রীদের আর নিট পরীক্ষায় নাও বসতে হতে পারে। ভর্তির জন্য এই সর্বভারতীয় পরীক্ষা থেকে নিজেদের নাম সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে তামিলনাড়ু। সোমবার দক্ষিণের এই রাজ্যটি এ সংক্রান্ত একটি বিল পাশ করিয়েছে। নতুন বিল অনুযায়ী ছাত্র ছাত্রীরা তাঁদের দ্বাদশের ফাইনাল পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতেই চিকিৎসা নিয়ে কলেজে ভর্তি হতে পারবেন।

বিলটির নাম ‘তামিলনাড়ু অ্যাডমিশন টু মেডিক্যাল ডিগ্রি কলেজ বিল’। দেশে চিকিৎসায় ভর্তির একমাত্র পরীক্ষা নিট-এর মাধ্যমে যাতে রাজ্যের ছাত্র-ছাত্রীদের মান নির্ণয় না করা হয়, তা নিশ্চিত করাই বিলটির লক্ষ্য। তবে চিকিৎসায় ভর্তি নিয়ে কেন্দ্রের যে নীতি, এই বিল তার সম্পূর্ণ বিরোধী। সে ক্ষেত্রে রাষ্ট্রপতি যদি অনুমোদন দেন তবেই নতুন নিয়ম কার্যকর হবে।
নিটের প্রভাব খতিয়ে দেখতে গত ৫ জুন একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য ছিল, নিটের দৌলতে ব্যাঙের ছাতার মতো যত্রতত্র কোচিং সেন্টার গজাচ্ছে। এই বিষয়টি এবং নিটের প্রভাব খতিয়ে দেখুক কমিটি।

তামিলনাড়ু সরকারের এই সিদ্ধান্তে বিজেপি ছাড়া সবক’টি রাজনৈতিক দলই সমর্থন জানিয়েছে। তবে বিল পাশ হলেও তা আইনে পরিণত হতে এখনও ঢের দেরি বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *