New Chief Minister of Gujarat : গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

আহমেদাবাদ ১২ সেপ্টেম্বর (হি.স.) গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছে ভূপেন্দ্র প্যাটেল । রবিবার বিজেপির পরিষদীয় দলের বিশেষ বৈঠকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘাটলোদিয়া বিধায়ক ভূপেন্দ্র প্যাটেলকে বেছে নেওয়া হয় ।

গতকালই আচমকা পদত্যাগ করেছিলেন বিজয় রূপানি। এরপর একদিনের মাথায় বিজেপি পরিষদীয় দল নতুন মুখ্যমন্ত্রী বেছে নিল। রবিবার বিজেপির পরিষদীয় দলের বিশেষ বৈঠকে সর্বসম্মতিক্রমেই ভূপেন্দ্রকে বিজয় রূপানির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।এদিনের পরিষদীয় দলের বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্র সিং তোমর, তরুণ চুঘ এবং প্রহ্লাদ যোশী । সেখানেই ভূপেন্দ্র প্যাটেলকে নতুন মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হয় ।
ভূপেন্দ্র প্যাটেল গুজরাটের ঘাটলোদিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক। গত নির্বাচনে কংগ্রেসের শশীকান্ত প্যাটেলের বিরুদ্ধে ১ লক্ষ ১৭ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। তিনি আহমেদাবাদ পৌর কর্পোরেশনের স্থায়ী কমিটিরও সভাপতিত্ব করেন।