School teacher committed suicide : মানসিক অবসাদগ্রস্ত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক স্কুল শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। মানসিক অবসাদগ্রস্ত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক স্কুল শিক্ষক। আত্মহননকারী শিক্ষকের নাম বিজয় দেববর্মা (৪৫)।বাড়ি কল্যাণপুর থানা এলাকার রামদয়ালবাড়ি এডিসি ভিলেজের বীরচন্দ্র ঠাকুর পাড়া (গুংরাই)। তিনি খাস কল্যাণপুর স্কুলের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ছিলেন। আজ সকালে নিজ বাড়িতেই ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন শিক্ষক। ঘটনার খবর পেয়ে কল্যানপুর থানার পুলিশ অকূস্থলে পৌঁছে ঝূলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে। কল্যাণপুর থানা এলাকার জনজাতি গ্রাম বীরচন্দ্র ঠাকুর পাড়ার যুবক বিজয় দেববর্মা। বয়স পঁয়তাল্লিশ। তিনি খাসকল্যানপুর উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষক।

দীর্ঘদিন ধরেই শিক্ষক বিজয় দেববর্মা শারীরিকভাবে অসুস্থ। এরই মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্যত্র বদলি হওয়ায় বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম তাঁর সামলাতে হতো। ইদানিং মানসিকভাবে অনেকটাই ভেঙ্গে পড়েন বিজয়বাবু। তার স্ত্রী নিহারলতা দেববর্মা জানায় প্রায়ই শিক্ষক স্বামী স্কুলের কাজকর্ম নিয়ে তার অক্ষমতার কথা জানিয়েছিলেন। স্ত্রী ও এক নাবালিকা কন্যা সন্তান নিয়েই তার সংসার। আজ সকাল দশটা নাগাদ তার স্ত্রী কল্যানপুর বাজার থেকে বাড়ি ফিরে ঘরে ঢুকতেই শিক্ষক স্বামীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে আর্তনাদে চীৎকার করে উঠে। প্রতিবেশীরা এগিয়ে এসে ঘটনা প্রত্যক্ষ করে কল্যাণপুর থানার পুলিশকে ঘটনা জানালে পুলিশ অকুস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা মানসিক অবসাদগ্রস্ত হয়েই শিক্ষক বিজয় দেববর্মা আত্মহত্যা করে। ময়নাতদন্ত শেষে পুলিশ মৃতের পরিবারের হাতে মৃতদেহ তুলে দেয়। ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র শোক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।