BRAKING NEWS

Child was handed over : পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধারকৃত শিশুকে তুলে দেওয়া হল উদয়পুর শিশু গৃহে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর।। দক্ষিণ জেলা স্বাস্থ্য দপ্তর, শিশু কল্যাণ দপ্তর, চাইল্ড লাইন এর আধিকারিকদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ শনিবার দুপুরে পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধারকৃত শিশুকে তুলে দেওয়া হল উদয়পুর শিশু গৃহে। দক্ষিণ ত্রিপুরা জেলার কাঁঠাল চুরি থেকে উদ্ধার করা শিশুটিকে চিকিৎসা করে অবশেষে শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে।ঘটনা দক্ষিণ জেলার সাবরুম মহকুমার কাঁঠালছড়ি এলাকায়। -এলাকার স্থানীয় যুবকরা রাবার বাগানের পাশে- একটি গাছের মধ্যে ঝুলিয়ে রাখা একটি ব্যাগ থেকে শিশু কান্নার আওয়াজ পেয়ে, উদ্ধার করে পিঁপড়া আক্রান্ত একটি শিশুকে।

সাথে সাথে অত্যন্ত তৎপরতার সহিত এলাকাবাসীর সহযোগিতায় নিয়ে আসা হয় সাবরুম মহকুমা হাসপাতালে এবং খবর পেয়ে সাথে সাথে হাসপাতালে ছুটে যান চাইল্ড লাইনের কর্মকর্তারা। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে সাবরুম হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় শান্তিরবাজার জেলা হাসপাতালে । পরবর্তী সময়ে কর্তব্যরত চিকিৎসকদের ঐকান্তিক প্রচেষ্টায়, উপযুক্ত চিকিৎসা প্রদানের দুদিন পর অর্থাৎ আজ শনিবার দুপুরে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয় । পরবর্তী সময়ে চাইল্ড লাইন কর্তৃপক্ষ অত্যন্ত তৎপরতার সহিত চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দিয়ে- শিশুটির ভবিষ্যৎ সুরক্ষার জন্য তড়িঘড়ি শিশুগৃহে পাঠানোর কথা বলার পর, দক্ষিণ জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান লক্ষণ মালাকার তৎক্ষণাৎ গাইডলাইন অনুযায়ী ব্যবস্থাপনার মাধ্যমে শিশুটিকে উদয়পুর শিশু গৃহে হস্তান্তর করে দেন । শিশু গৃহেই শিশুটিকে লালন-পালন করে বড় বড় করে তোলা হবে। যাবতীয় আইন কানুন মেনে কেউ দত্তক নিতে চাইলে শিশুটিকে নতুন মা বাবার হাতে তুলে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *