BRAKING NEWS

করনালে কৃষক আন্দোলনের পটভূমি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

চন্ডিগড়, ৯ সেপ্টেম্বর (হি. স.) : কারনা পরিস্থিতিতেই চলছে কৃষক আন্দোল। বুধবার বিকেলেই কৃষক আন্দোলনের শীর্ষ স্থানীয় নেতারা ঘোষণা করেছিলেন যে প্রশাসনের বিরদ্ধে তাঁদের আন্দোলন চলবেই এবং খুব শীঘ্রই তারা অবস্থান বিক্ষোভ শুরু করবেন। এরপরই ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে কারনালের পটভূমি। আর তার জেরেই আরও একবার বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা। পাশাপাশি ১৪৪ ধারাও জারি করা হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। আপাতত ৫টি জেলার ইন্টারনেট বন্ধ করা হয়েছে বৃহস্পতিবার দুপুর ১২টা অবধি।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরু থেকেই উত্তপ্ত হরিয়ানার কারনাল। কৃষি বিলকে কেন্দ্র করে যে কৃষক আন্দোলন চলছিল বিগত কয়েকমাস ধরে কারনালের কৃষকরাও সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। এরমধ্যেই হরিয়ানার এক শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিক বিতর্কিত মন্তব্য করে রীতিমতো বিক্ষোভের আগুনে ঘি ঢালেন। তিনি বলেন, কৃষি আন্দোলন রুখতে প্রয়োজনে কৃষকদের মাথা মেরে ফাটিয়ে দেওয়া হবে। এরপর থেকেই শুরু হয় কারনাল প্রশাসনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন। ওই পুলিশ আধিকারিকের যোগ্য শাস্তির দাবি করে কৃষকরা দিনের পর দিনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। গত মঙ্গলবারই এই বিক্ষোভ চরম আকার ধারণ করেছিল। কৃষকদের রুখতে জলকামান পর্যন্ত ছোঁড়া হয়েছিল। ওইদিনও ইন্টারনেট এবং মেসেজিং পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *