Young man commits suicide : নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা যুবকের

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৭ সেপ্ঢেম্বর৷৷ নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের৷মৃত যুবকের নাম অসিত নাথ (২৭)৷সে দীর্ঘদিন যাবৎ পথদুর্ঘটনায় শয্যাশায়ী ছিল৷ঘটনা ধর্মনগর থানাধীন কালিকাপুর এলাকায়৷ ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়৷সাথে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার ধর্মনগর থানাধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা অসিত নাথ পিতা মৃত অনিল নাথ দীর্ঘ ৪ মাস পূর্বে দেওয়ানপাশা এলাকায় বাইক দূর্ঘটনা সংঘটিত করে৷ নিজের বাইক নিয়ে ধর্মনগর কৈলাশহর সড়কের দেওয়ানপাশা এলাকায় দূর্ঘটনার কবলে পড়ে পা ভেঙ্গে চিকিৎসাধীন অবস্থায় শয্যাশায়ী ছিল অসিত৷প্রতিদিনের ন্যায় অসিতকে ঘরে রেখে তার মা ও দুই ভাই প্রয়োজনীয় কাজে বাড়ি থেকে বেরিয়ে যান৷ বিকেল বেলা পরিবারের লোকজনরা ঘরে ফিরে দেখতে পান নিজ ঘরে অসিত নাথের মৃতদেহ ফাঁসিতে ঝুলানো অবস্থায় রয়েছে৷ তখন তার মা ও ভাইরা কান্নায় ভেঙ্গে পড়লে আশপাশের জনগণ ছুটে এসে খবর দেন ধর্মনগর থানায়৷ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে৷পাশাপাশি ধর্মনগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷তবে এটা আত্মহত্যা না হত্যা তা খতিয়ে দেখছে পুলিশ৷এদিকে অসিত নাথের মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেয় ধর্মনগর থানার পুলিশ৷ অপরদিকে মাঝ বয়সী যুবক ফাঁসি লেগে আত্মঘাতী হওয়াতে গোটা কালিকাপুর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷