নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরায় গার্হস্থ্য হিংসায় মা ও ছেলে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে৷ ধলাই জেলার কমলপুরে স্ত্রী এবং পুত্র সন্তানকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে স্বামী৷ অভিযুক্ত বিকাশ দেবনাথ বর্তমানে পলাতক৷ তার স্ত্রী সীতা দেবনাথ ও পুত্র সন্তান আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷
বিকাশ দেবনাথ পেশায় টিএসআর জওয়ান৷ স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদকে ঘিরে সংসারে ভীষণ অশান্তি ছিল৷ কারণ, বিকাশ পরকীয়ায় আসক্ত বলে অভিযোগ তাঁর স্ত্রীর৷ তাই বিষয়টি টিএসআর কর্তৃপক্ষের নজরে নেওয়া হলে স্ত্রীর আবেদনে বিকাশের বেতনের অর্ধেক তাঁকে দেওয়া হচ্ছে৷ বর্তমানে বিকাশের স্ত্রী ছেলেকে নিয়ে ভাইয়ের সাথে থাকেন৷ গতকাল রাতে ঘরে ঢুকে স্ত্রী ও সন্তানকে ভোজালি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে টিএসআর জওয়ান বিকাশ৷ মহিলার ভাই একই ঘরে ছিলেন৷ তাই তিনি তাঁদের বাঁচাতে এগিয়ে যান৷ তখন বিকাশ সেখান থেকে পালিয়ে যায়৷
রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়৷ কিন্তু তাঁদের অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা দুজনকেই জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ বর্তমানে হাসপাতালে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে৷ পুলিশ ওই ঘটনায় মামলা নিয়েছে৷ অভিযুক্ত পলাতক বলে জানিয়েছে পুলিশ৷