BRAKING NEWS

Chandrima Bhattacharya visited the state : রাজ্য সফরে আসলেন পশ্চিমবঙ্গের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর।। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরো জোরদার করার লক্ষ্যে মঙ্গলবার রাজ্য সফরে আসলেন পশ্চিমবঙ্গের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনদিনের রাজ্য সফরে বিভিন্ন ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তারা। ত্রিপুরায় মা-মাটি-মানুষের সরকার গঠন করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়তে শুরু করেছে। বিজেপিকে যেকোনো মূল্যে ত্রিপুরা থেকে উৎখাত করাই তাদের মূল লক্ষ্য। রাজ্যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। একের পর এক ঝাকে ঝাকে কেন্দ্রীয় নেতৃত্ব সাংসদ এবং মন্ত্রীরা রাজ্য সফরে আসছেন।

মঙ্গলবার সকালের বিমানে রাজ্যে আসেন পশ্চিমবঙ্গের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আগরতলা বিমানবন্দরের তাদেরকে স্বাগত জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা সুবল ভৌমিক সহ অন্যান্যরা। রাজ্য সফরে এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন তিনি এর আগেও রাজ্য সফরে এসেছেন। এ যাত্রায় পশ্চিমবঙ্গের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে এসেছেন। তারা তিন দিন রাজ্যে অবস্থান করবেন। পুরোপুরি সাংগঠনিক কাজে তাদের এই রাজ্যসভার বলে জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তৃণমূল কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে কতটা সফল হবে সে বিষয়ে জানতে চাওয়া হলে ঋতব্রত বাবু বলেন পুরো শক্তি নিয়ে তারা ময়দানে নেমেছেন। রাজের বর্ষীয়ান তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাজ্যে সাংগঠনিক তৎপরতা চলছে বলেও তারা জানিয়েছেন।তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ জানান রাজ্য থেকে বিজেপিকে উৎখাত করে মা মাটি মানুষের সরকার গঠন করাই তাদের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *