BRAKING NEWS

No electricity for the last 5 days : বিশালগড়ের ইন্দিরা চৌমুহনী এলাকায় গত ৫ দিন ধরে বিদ্যুৎ নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর।। বিশালগড়ের ইন্দিরা চৌমুহনী এলাকায় গত ৫ দিন ধরে বিদ্যুৎ নেই। বিদ্যুতের দাবিতে স্থানীয় লোকজনরা বিশালগড় ইন্দিরা চৌমুহনীতে জাতীয় সড়ক অবরোধ করেন। একটানা ৫ দিন ধরে বিশালগড় এর ইন্দিরা কলোনির বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ নিগমের স্থানীয় অফিসে বারবার যোগাযোগ করেও ইতিবাচক কোনো সাড়া মিলছে না। টানা পাঁচ দিন ধরে বিদ্যুৎ না থাকায় এলাকার মানুষজন জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন। বিদ্যুৎ না থাকায় মোবাইল পর্যন্ত চার্জ করতে পারছেন না এলাকাবাসী। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই বিদ্যুৎ নিগমের কর্মকর্তাদের।

বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়নের নামে বেসরকারীকরণ এর মধ্য দিয়ে পরিস্থিতিকে আরো জটিল করে তোলা হয়েছে বলে বিদ্যুৎ ভোক্তাদের অভিযোগ। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে পথ অবরোধ করেন। তাদের দাবি বিশালগড় ইন্দিরা চৌমহনীতে বিদ্যুৎ না থাকার কারণে হয়রানির শিকার হতে হচ্ছে এলাকাবাসীর । এ নিয়ে বিশালগড় বক্সনগর জাতীয় সড়ক পথ অবরোধ করে রাখেন এলাকার লোকজন। দীর্ঘক্ষণ অবরোধ চললেও দেখা মেলেনি পুলিশ আধিকারিক থেকে শুরু করে দপ্তরের কর্মকর্তাদের।তাদের দাবি অবিলম্বে বিদ্যুৎ চালু করতে হবে ।তা না হলে জাতীয় সড়ক অবরোধ চলবে।বিদ্যুৎ নিগমের কর্মকর্তা ও কর্মীদের গাফিলতি ও খামখেয়ালিপনার কারণে বিদ্যুৎ চপলতা দিনের পর দিন বেড়েই চলেছে বলেও এলাকাবাসীর অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *