নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর।। ব্যর্থ প্রেমের জ্বালায় আত্মহত্যার চেষ্টা করেছে এক উপজাতি যুবতী। ঘটনা অমরপুরের রাঙ্গাছড়া এলাকায়। বর্তমানে ওই যুবতী হাসপাতালে চিকিৎসাধীন। প্রেমে ব্যর্থ হয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা মধ্যবয়সী এক উপজাতি যুবতীর । ঘটনাটি ঘটে রবিবার আনুমানিক তিনটে নাগাদ অমরপুরের বীরগঞ্জ থানাধীন রাঙাছড়া এলাকায়। জানা যায়, দীর্ঘদিন ধরে ঐ যুবতী গ্রামের একটি ছেলের সঙ্গে প্রেমে আবদ্ধ ছিল।
বর্তমানে ঐ ছেলেটি বিয়ের প্রস্তাবে রাজি না হওয়াতে রবিবার দুপুরে বাড়ির মধ্যে কীটনাশক ঔষধ খেয়ে যুবতী মেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তড়িঘড়ি করে পরিবারের অন্যান্য লোকজনরা মহকুমা হাসপাতালে নিয়ে আসে । সে বর্তমানে অমরপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে পরিবারের লোকজন সত্য ঘটনাকে আড়াল করলেও ধারণা করা হচ্ছে প্রেমে ব্যর্থতার কারণেই যুবতীর এ ধরনের আত্মহত্যা পথ বেছে নিয়েছিল। বীরগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।