BRAKING NEWS

Nipah virus returned : করোনা কাঁটার মাঝেই নয়া বিপত্তি, নিপা ভাইরাস ফিরল কেরলে

তিরুবনন্তপুরম, ৫ সেপ্টেম্বর (হি.স) : কেরলে ফের ফিরল নিপা ভাইরাস। এই ভাইরাসে রবিবার সকালে বারো বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার দেহে এই ভাইরাসের খোঁজ মিলেছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ জানান, শনিবার ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে ওই শিশু দেহে নিপা ভাইরাস পাওয়া খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, এদিনই কেন্দ্রীয় সরকারের তরফে একটি দল কেরলে পাঠানো হয়েছে।

শিশুটির চিকিত্‍সা হাসপাতালে চলছিল। কেরলের কোজিকোড়ে, মালাপ্পুরমের মতো জেলায় প্রচুর মানুষ মারা যাচ্ছিলেন বিনা চিকিত্‍সায়। সেই আতঙ্ক আবারও ফিরে এসেছে। হাসপাতালে নিপা আক্রান্ত শিশুর মৃত্যু ঘিরে তাই নড়েচড়ে বসেছে প্রশাসন। কোভিডের কাঁটার মাঝেই নিপা নিয়ে সাধারণ মানুষকেও সতর্ক করা হচ্ছে। শনিবারই রাতের দিকে এই নিয়ে বৈঠক করে কেরলের স্বাস্থ্য দফতর। সরকারি তরফে জানানো হয়েছে, নিপা রোধের জন্য পরিকল্পনা করা হয়েছে। ২০১৮ সালের অভিজ্ঞতা থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অযথা আতঙ্কের কারণ নেই। সাধারণত বাদুর বা শুয়োর থেকে মানুষের দেহে এই ভাইরাস বাসা বাঁধে। এখনও এর কোনও ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কৃত হয়নি। কেরলে শেষবার নিপা আক্রান্তের খোঁজ মিলেছিল ২০১৯ সালের মার্চ মাসে। একসময় এই রোগের বলি হয়েছেন অনেকে। তাই এবার সরকার সতর্ক হচ্ছে আগে থেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *