BRAKING NEWS

গার্হস্থ্য মামলায় অনলাইন শুনানির আর্জি হানি সিংয়ের, ২৮ সেপ্টেম্বর ফের শুনানি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.): গার্হস্থ্য হিংসা মামলায় আদালতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল বলিউড গায়ক ও অভিনেতা ইয়ো ইয়ো হানি সিংকে। সেই মতো শুক্রবার দিল্লির তিস হাজারি আদালতে হাজিরা দিয়েছেন হিরদেশ সিং ওরফে হানি সিং। গত ২৮ আগস্ট আলাদত জানিয়েছিল, “কেউ আইনের ঊর্ধ্বে নয়।” ৩ সেপ্টেম্বর হানি সিংকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছিল, তাই এদিন হাজিরা দিয়েছেন হানি সিং। পরবর্তী শুনানির দিক ঠিক হয়েছে আগামী ২৮ সেপ্টেম্বর। এদিন আদালতে হানি সিং অনুরোধ জানান, স্ত্রীর দায়ের করা গার্হস্থ্য হিংসা মামলার শুনানি হোক অনলাইনে।

হানি সিংয়ের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেছেন তাঁর স্ত্রী শালিনী সিং (তালওয়ার), ২০১১ সালের ২৩ জানুয়ারি তাঁরা বিয়ে করেন। হানি সিংয়ের কাছ থেকে ২০ কোটি টাকা খোরপোষ চেয়েছেন তাঁর স্ত্রী। গত শনিবার দিল্লির তিস হাজারি আদালতে হানি সিংয়ের কৌঁসুলি আবেদন জানান, ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হোক তাঁর মক্কেলকে। যেহেতু তিনি সুস্থ নন। এরপরই আদালত জানায়, “কেউ আইনের ঊর্ধ্বে নয়।” হানি সিংকে ৩ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি তাঁর মেডিক্যাল রিপোর্ট ও আয়কর রিটার্ন চেয়ে পাঠায় দিল্লির আদালত। এরপর হানির আইনজীবী জানান, ৩ সেপ্টেম্বর তাঁর মক্কেল আদালতে হাজিরা দেবেন। সেই মতো এদিন আদালতে আসেন হানি সিং। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তানিয়া সিং হানি সিং ও তাঁর স্ত্রীকে নিজের চেম্বারে ডাকেন। পরে উভয়ের কৌঁসুলিদের নিজের চেম্বারে ডাকেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *