৫ দিনের মধ্যে দ্বিতীয়বার, পুঞ্চে ফের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ

জম্মু, ৩ সেপ্টেম্বর (হি.স.): ভারতীয় সেনাবাহিনীর সতর্ক প্রহরায় ফের ব্যর্থ হল অনুপ্রবেশের চেষ্টা। বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে, নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল অনুপ্রবেশকারীরা। ভারতীয় সেনাবাহিনী সেই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে। এই নিয়ে বিগত ৫ দিনের মধ্যে দ্বিতীয়বার অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল সেনাবাহিনী।

পিআরও (প্রতিরক্ষা) জম্মু জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে সেনাবাহিনী। আন্তর্জাতিক সীমান্তের কাছে সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই গুলি চালায় সেনা। গুলির শব্দ শুনেই অনুপ্রবেশকারীরা পালিয়ে যায়। রাতের অন্ধকারে ওই এলাকায় তল্লাশি চালানোর পর কিছুই পাওয়া যায়নি। এর আগে গত সোমবার পুঞ্চ জেলাতেই, ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের সময় দুই জঙ্গিকে নিকেশ করেছিল ভারতীয় সেনা।