BRAKING NEWS

Injured by a poisonous snake bite : বিষধর সাপের কামড়ে গুরুতর আহত এক নাবালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্টেম্বর।। বিষধর সাপের কামড়ে গুরুতর আহত এক নাবালক। ঘটনা মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অধীনে বিলাইহাম এলাকায়। আহত ওই ১৩ বছর বয়সি নাবালকের নাম রাম সাধু রিয়াং। মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অধীনে বিলাইহাম এলাকার বাসিন্দা পেশায় জুমিয়া পূর্ণ রাম রিয়াং-এর ১৩ বছর বয়সি নাবালক ছেলে রামসাধু রিয়াং বাড়ি থেকে বের হয় জুমে যাওয়ার জন্য। জুমে যাওয়ার পথে রাম সাধুকে বিষাক্ত সাপ ছোবল দেয়।

সাপের ছোবলে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে।এই ঘটনা প্রত্যক্ষ করে অন্যরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে গ্ৰামের কবিরাজ দিয়ে আয়ুর্বেদিক চিকিৎসা শুরু করে। কিন্তু তার অবস্থা ধীরে ধীরে অবনতি হতে শুরু করে। ঘন ঘন বমি করতে থাকে। এ সকল উপসর্গ প্রত্যক্ষ করে বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকজন।তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আগরতলার জি.বি হাসপাতালে প্রেরণ করেন। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগেও উপজাতি অধ্যুষিত এলাকা গুলিতে যে মানুষজন এখনো কবিরাজি; ঝাড়ফুঁক; তাবিজ-কবজ; মাদুলির উপর ভরসা করছে এসব ঘটনার মধ্য দিয়ে তা আবারও প্রমানিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *