BRAKING NEWS

Organization in Tripura is a difficult challenge : ত্রিপুরায় সংগঠন তৈরি করা কঠিন চ্যালেঞ্জ : তৃণমূল নেত্রী সুস্মিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সংগঠন তৈরি করা কঠিন চ্যালেঞ্জ৷ অকপটে স্বীকার করেছেন কংগ্রেসত্যাগী সদ্য তৃণমূলি সুস্মিতা দেব৷ আজ বুধবার ত্রিপুরা সফরে এসেছেন তিনি৷ আগরতলা এসে তিনি বিজেপি এবং ত্রিপুরা সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন৷ এদিকে, আজ পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলও রাজ্যে এসেছেন৷ বিমানবন্দরে নেমে তাঁরাও সুর চড়িয়ে বলেন, তৃণমূলকে মূল্য দিতে নারাজ বিজেপি দুষৃকতীদের দিয়ে গাড়ি ভাঙচুর করাচ্ছে কেন?


এদিন সুস্মিতা দেব বলেন, ত্রিপুরায় নির্বাচনে গালভরা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি৷ আজ জনগণের সাথে বিশ্বাসঘাতকতার জবাব দেওয়ার সময় এসেছে৷ তাঁর কথায়, ত্রিপুরায় বামেরা নিষ্ক্রিয়৷ কংগ্রেস দু-বছর ধরে কমিটি বানাতে পারছে না৷ এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস মানুষকে মুক্তি দিতে ত্রিপুরায় আসছে৷ তাঁর দাবি, ত্রিপুরার স্বার্থে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে এসেছে৷


তিনি বলেন, মানুষ চাইছেন ত্রিপুরায় তৃণমূল সংগঠন বিস্তার করুক৷ তাই, কয়েক মাস কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে৷ সংগঠন তৈরি করার জন্য এই চ্যালেঞ্জ গ্রহণ করতেই হবে৷ তাঁর দাবি, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের অভিজ্ঞ নেতারা প্রতিনিয়ত ত্রিপুরায় আসছেন৷ তাই আমাদের বিশ্বাস, ত্রিপুরায় শক্তিশালী সংগঠন তৈরি করতে পারব৷
এদিন বিমানবন্দরে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী কটাক্ষের সুরে বলেন, ত্রিপুরায় তৃণমূলকে মূল্য দিতে চাইছে না বিজেপি৷ অথচ তৃণমূলের গাড়ি ভাঙচুর করছেন বিজেপির দুষৃকতকারীরা৷ তিনি বিদ্রুপ করে বলেন, তৃণমূল ত্রিপুরায় আসবে, ঘুরে আনন্দ করে ফিরে যাবে৷ তাতে বিজেপি এতটা ভিত হচ্ছে কেন, প্রশ্ণ ছুড়ে দেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *