BRAKING NEWS

চাকুরী বাতিল ইস্যুতে বিরোধীদের বিক্ষোভ আন্দোলন ঘিরে কড়া নিরাপত্তা ব্যাবস্থা রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ শিক্ষকদের চাকুরী বাতিল ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলগুলির বিক্ষোভ কর্মসূচীকে

শিক্ষকদের চাকুরী বাতিলের পর অনভিপ্রেত ঘটনা এড়াতে রাজধানীতে বাড়তি নিরাপত্তা৷ বৃহস্পতিবার তোলা নিজস্ব ছবি৷

ঘিরে গোটা রাজধানী আগরতলা কড়া নিরাপত্তার চাদরে মোড়ে দেওয়া হয়েছে৷ বৃহস্পতিবার দুপুর থেকেই আগরতলার বিভিন্ন রাজপথে  রাজ্যের পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়৷ রঙের উৎসব হোলির দিন দুই রাজনৈতিক দলের মধ্যে বিরোধকে ঘিরে শহর আগরতলা যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল তাতে আবারও শিক্ষকদের চাকুরী বাতিল ইস্যুতে বিক্ষোভ কর্মসূচী চলাকালীন আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি ঘটতে পারে এই আশঙ্কাতেই কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশের জনৈক উচ্চস্তরের আধিকারীক জানিয়েছেন৷ এদিন, বিজেপির বিক্ষোভ মিছিলে অতিরিক্ত পুলিশ সুপার সর্মিষ্ঠা চক্রবর্তী নিজে পুলিশী ব্যবস্থার তদারকি করেছেন৷ পশ্চিম থানায় বিজেপির এজাহার জমা দেওয়ার আগে থানা চত্বরে সাদা পোশাকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল৷ গোয়েন্দা সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনের আশেপাশেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল৷ শুধু তাই রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সরকারী বাসভবনের বাইরেও নিরাপত্তা জোরদার করা হয়৷ বিকেলে প্রদেশ কংগ্রেস বিক্ষোভ কর্মসূচী পালন করার ঘোষণা দিয়েছিল৷ সেই মোতাবেক নিরাপত্তা কর্মীদের বিকেল পর্যন্ত রাজপথে মোতায়েন রাখা হয়৷ কিন্তু, ভারী বৃষ্টির কারণে কংগ্রেসের  বিক্ষোভ কর্মসূচী শেষ মুহুর্তে বাতিল করা হয়৷ এদিন, বৃষ্টি ভিজে প্রচুর নিরাপত্তা কর্মীকে রাজপথে টহল দিতে দেখা গিয়েছে৷ মূল শহর ছাড়িয়ে ধলেশ্বর এবং সংলগ্ণ এলাকাগুলিতেও পুলিশী টহলদারি ছিল৷ একই অবস্থা রাজ্যের মহকুমা সদরগুলিতে৷ আগামীকালও একই নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ কারণ, আগামীকাল প্রদেশ তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে বিক্ষোভ কর্মসূচী পালন করবে৷ ফলে, আইন শৃঙ্খলা ব্যবস্থা যাতে কোনও ভাবেই বিঘ্নিত না হয় সেদিকেই বিশেষ নজর রয়েছে আরক্ষা প্রশাসনের৷ আগমী কিছুদিন এই নিরাপত্তা ব্যবস্থা রাজ্যে থাকবে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *