BRAKING NEWS

মণিপুরে হাড্ডাহাড্ডি কং-বিজেপির, এগিয়ে এনডিএ

ইমফল (মণিপুর), ১১ মার্চ, (হি.স.) : মণিপুরে এখনও হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে। এখন পর্যন্ত ৪০ আসনের মধ্যে ১৭ আসনে কংগ্রেস, ১৬ আসন বিজেপি, তিনটি করে বিজেপি শরিক এনডিএ-র এনপিপ এবং এনপিএফ এবং এলজেপি-র ঝুলিতে গেছে একটি আসন। বাকি ১২টি আসনে ভোটগণনা জোরকদমে এগিয়ে চলেছে। লড়াই হচ্ছে প্রায় সমানে সমানে। অন্য আট আসনে অবশ্য কিছুটা পিছিয়ে রয়েছে বিজেপি। খরকুটোর মতো ভেসে গেছে ইরম শর্মিলা এবং তাঁর দল পিপলস রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স (প্রজা)। এখন পর্যন্ত যে ফলাফল বেরিয়ে এসেছে তাতে বিজেপি জোট এনডিএই এগিয়ে রয়েছে।
আরও যে আসনগুলির ফলাফল ঘোষিত হয়ে গেছে সেগুলি —
১ নম্বর খুন্দ্রকপামে কংগ্রেস প্রার্থী টিপল সিংহ ১২,৮৪৯
৬ নম্বর কেইরাও-এ বিজেপি-র এলআর মেইতেই ৫,৯৫৯
৯ নম্বর থাংমেইবন্দে কংগ্রেসের জয়কৃষ্ণ সিংহ ১১,৫৯৬
১০ নম্বর উরিপকে এনপিপি-র উনাম জয়কুমার সিংহ ৬,৪৬৯
১২ নম্বর কেইশামথং-এ এনপিপি-র এলজে সিংহ ১০,০০০
১৬ নম্বর সেকমাই (তপশিলি সংরক্ষিত)-এ বিজেপি-র হেকম ডিঙ্গো সিংহ ১৩,১৬৩
১৮ নম্বর কনথৌজামে বিজেপি-র ডা. সপমরঞ্জন সিংহ ১৪,৩১৩
২০ নম্বর লাংথাবালে এলআিপি-র করমশ্যাম ৯,৬২৫
২২ নম্বর ওয়াংগৈ-এ কংগ্রেসের ওইনাম লুখই সিংহ ৭,৪৪৩
৩০ নম্বর লিলং-এ কংগ্রেসের মহম্মদ আবদুল নাসির ১০,৭৬৫
৪৩ নম্বর ফুংগিয়ার-এর এনপিএফ-এর কে লুইশিও ১১,৯০০
৪৮ নম্বর মাও আসনে এলপিএফ-এর লসি দিখো ২৫,৯৩৩
৫০ নম্বর কাংপকপি আসনে বিজেপি-র নেমচা কিপজেন ১৩,৪৮৫
৫১ নম্বর সাইতু (এসটি সংরক্ষিত)আসনে কংগ্রেসের ঙামথাং হাওকিপ ১৭,৫০৭
৫২ নম্বর তামেই আসনে এনপিএফ-এর আওয়াংবো নেওমাই ১৫,৯৩৩
৫৩ নম্বর তামেংলং-এ বিজেপি-র স্যামুয়াল জেনদাই কামেই ১৩,০২৩।
২ নম্বর হেনগাঙে বিজেপি প্রার্থী নংথমবাম বীরেন সিংহ ৯,০১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
৩ নম্বর খুরাই আসনে বিজেপি-র লেইশংথেম সুশীন্দ্র মেইতেই ১৫,০০৫
৪ নম্বর ক্ষেত্রিগাঁও আসনে বিজেপি-র নাহাকপাম ইন্দ্রজিৎ সিংহ ১০,৪১১
৫ নম্বর থংজু আসনে বিজেপি-র থংগাম বিশ্বজিৎ সিংহ ৭,৬২৩
৭ নম্বর আন্দ্রো আসনে কংগ্রেসের থউনাওজাম শ্যামকুমার ১৮,৭৬১
৮ নম্বর লামজাই কেন্দ্রে কংগ্রেসের কে বীরেন সিংহ ৩,১২৩
১১ নম্বর ছাগলবন্দে কংগ্রেস রাজকুমার ইমো সিংহ বিজেপি-র ডা. কেএল সিংহকে মাত্র ২২ ভোটের ব্যবধানে ৯,২১১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
১৩ নম্বর সিংজামেই-এ বিজেপি-র উমনাম খেমচাঁদ সিংহ ৯,৪৫৯
১৪ নম্বর ইয়াশকুলে বিজেপি-র থকচম সত্য়ব্রত সিংহ ৮,০১৪
১৫ নম্বর ওয়াংখেই-এ কংগ্রেসের ওখরাম হেনরি সিংহ ৮,৩৯১
১৭ নম্বর লাংচাং-এ বিজেপি-র শরাখাইবাং রাজেন সিংহ ১২,৫৯৩
১৯ নম্বর পাতসাই-এ কংগ্রেসের কুমারী একে মীরাবাই দেবী ১৩,৪০৫
২১ নম্বর নাওরিয়ায় এলজেপি-র সাইবাম শুভচ্ন্দ্র সিংহ ৯,৬২৫
২৫ নম্বর ওইনামে বিজেপি-র ডা. ইরেংমাম ইবহাললবি সিংহ ৪,৬৯২
২৬ নম্বর বিষ্ণুপুরে কংগ্রেসের কনথৌজাম গোবিন্দ ১৪,১৫০
২৭ নম্বর মইরাং-এ বিজেপি-র পুখরেম শরৎচন্দ্র সিংহ ১১,৭০৮
৩২ নম্বর ওয়াংখেমে কংগ্রেসের কেইশাম মেঘাচন্দ্র সিংহ ১০,৪৮৪
৩৩ নম্বর হেইরকে থকচম রাধেশ্যাম সিংহ ১৩,৩৮৯
৪০ নম্বর জিরিবামে কংগ্রেসের থউজাম দেবেন্দ্র সিংহ ৩,৬৪১
৪১ নম্বর চান্দেল আসনে এনপিপি-র লেতপাও হাওকিপ ১৪,২১৬
৪২ নম্বর তেহনউপালে কংগ্রেসের ডি করনথাং পেয়েছেন ১৬,৯৪০
৪৪ নম্বর আসনে উখরুলে কংগ্রেসের আলফ্রেড কানগাম আর্থুর ১০,০০৮
৪৬ নম্বর সাইফুলে কংগ্রেসের ইয়ামথেং হাওকিপ ৮,৬৭৩
৪৭ নম্বর কারং-এ কংগ্রেসের ডিডি তাইশি ১৪,০৩৮
৫৫ নম্বর তিপাইমুখে কংগ্রেসের ডা. সি হাওকিপ ৪,৯৯৭
৫৭ নম্বর হেংলেপ আসনে বিজেপি-র টিটি হাওকিপ ৮,৪৩৮
৫৮ নম্বর চূড়াচান্দপুরে বিজেপি-র হানথানলিয়াম ১০,২৪৬
৫৯ নম্বর সৈকত আসনে কংগ্রেসের টিএন হাওকিপ ৪,২২৮

 

তাজা ফলাফল জানতে নীচে লিঙ্কে ক্লিক করুন –

http://eciresults.nic.in/PartyWiseResultS14.htm?st=S14
সৌজন্যে ঃ নির্বাচন কমিশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *