BRAKING NEWS

শেষ হল উত্তর প্রদেশের পঞ্চম দফার ভোট, ভোটের হার ৫৭.৩৬ শতাংশ

লখনউ, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সোমবার উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের পঞ্চম পর্বের ভোট গ্রহণ পর্ব শেষ হল| নির্বাচন কমিশন সূত্রে খবর, এদিন বিকেল পাঁচটা পর‌্যন্ত ৫৭.৩৬ শতাংশ ভোট পড়েছে| গতবছর নির্বাচনের এই হার ছিল ৫৭.১ শতাংশ | এদিনের ৫১টি কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব নিবিঘ্নেই শেষ হয়েছে বলে জানিয়েছে কমিশন|
এদিন সকাল থেকে শুরু হয়েছে পঞ্চম দফার নির্বাচন| এই দফায় ভাগ্য নির্ধারণ হল মোট ৬১৭ জন প্রার্থীর| পঞ্চম দফার নির্বাচনে মোট ভোটার সংখ্যা হল ১ কোটি ৮৪ লাখ| সোমবার সকাল ৭টা থেকে উত্তর প্রদেশের ১২টি জেলার ৫১টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে| বিকেল চারটে পর‌্যন্ত ভোটের হার ছিল ৫২ শতাংশ| নির্ধারিত পাঁচটা পর‌্যন্ত যা পৌঁছয় ৫৭.৩৬ শতাংশে| এই দফার ভোটে বিশেষ নজর ছিল কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর ‘গড়’ আমেঠি ও ফৈজাবাদ কেন্দ্রের দিকে|
উত্তর প্রদেশে পঞ্চম দফার নির্বাচনে হেভিওয়েট প্রার্থীরা হলেন সমাজবাদী পার্টির বিধায়ক অরুণকুমার ভার্মা| সম্প্রতি একটি খুনের মামলায় নাম জড়িয়েছে তাঁর| আরও যে সব উল্লেখযোগ্য প্রার্থীর ভাগ্য নির্ধারণ হল এদিন তাঁরা হলেন, পবণ পাণ্ডে (ফরিজাবাদ), রামমূর্তি ভার্মা (আকবারপুর), পণ্ডিত সিং সহ অন্যরা|
তবে পঞ্চম দফায় সকলের নজর ছিল কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর ‘গড়’ আমেঠি ও ফৈজাবাদ কেন্দ্রের দিকে| এই লোকসভা কেন্দ্রের মধ্যে পাঁচটি বিধানসভা| এর মধ্যে আমেঠি কেন্দ্রের সমাজবাদী পার্টির গায়েত্রী প্রসাদ প্রজাপতি ও কংগ্রেসের অমিতা সিং| এখানে বিজেপির প্রার্থী গরিমা সিংও কড়া চ্যালেঞ্জ দেবে বলে রাজনৈতিক মহলের ধারনা|
উল্লেখ্য, ২০১২ সালের বিধানসভা নির্বাচনে আমেঠির পাঁচটি আসনের মধ্যে মাত্র দু’টি আসনে জয় পয়েছিল কংগ্রেস| এবার এখানে হচ্ছে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’| আমেঠি ছাড়াও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে রয়েছে সুলতানপুর, আম্বেদকরনগর, বহরাইচ প্রভৃতি| তবে, আমেঠির দিকেই সবচেয়ে বেশি নজর থাকবে তা বলাই বাহুল্য|
উল্লেখ্য আরও চার রাজ্যের সঙ্গে উত্তর প্রদেশে ভোট গ্রহণ হচ্ছে সাত দফায়| ২০১৭ বিধানসভা নির্বাচনের এখনও দুই দফার ভোট গ্রহণ বাকি আছে উত্তর প্রদেশে| আগামী ১১ মার্চ নির্বাচনের ফল ঘোষণা হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *