BRAKING NEWS

বন্য দাঁতাল হাতির আক্রমণে লণ্ডভণ্ড এস পি ইউ ক্যাম্প

প্রতিনিধি, কল্যাণপুর, ৭ মে : তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর, মুংগিয়াকামী সহ বিস্তীর্ণ এলাকায় বন্য দাতাল হাতির আক্রমণ এক প্রকার নিত্য নৈমত্তিক ঘটনায় পরিণত হয়েছে। যখনই এই প্রকারের অনভীপ্রেত কোন না কোন প্রকারের ঘটনা সংঘটিত হয়, তখন নেতা মন্ত্রী এমনকি বিভিন্ন স্তরের প্রশাসনিক ব্যক্তিত্বরা সংশ্লিষ্ট এলাকার হাতির আক্রমণ নিরসনে উদ্যোগে গ্রহণ করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে থাকেন , তবে তাদের এই প্রতিশ্রুতি কতটা অন্তঃসারশূন্য, তা নিরন্তর ভাবে বিভিন্ন এলাকায় বন্য দাতাল হাতির আক্রমণ বৃদ্ধি হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন করা যেতে পারে।

নবতম সংযোজন কল্যাণপুর এলাকায় বন্য দাতাল হাতির আক্রম। গতকাল শেষ রাতে কল্যাণপুর থানার অন্তর্গত খগেন্দ্র বল কলোনি সন্নিহিত মালাকার টিলার এসপিও ক্যাম্পে ৭ থেকে ৮ টি বন্য দাতাল হাতি একসাথে আক্রমণ করে বলে অভি যোগ। এই সময় ক্যাম্পে অবস্থানরত ৫-৬ জন এসপিও জওয়ান কোনভাবে অন্ধকারে গা ঢাকা দিয়ে নিজেদের প্রাণ রক্ষা করে। কিছুক্ষনের মধ্যে এলাকাবাসীরা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুললে হাতির দল রণে ভঙ্গ দেয়। এদিকে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর অভিযোগ হচ্ছে দীর্ঘদিন ধরে হাতির আক্রমণ চললেও প্রশাসন প্রায় কোন প্রকারের ব্যবস্থা গ্রহণ করছে না। এক্ষেত্রে আরও একবার প্রশাসনের কাছে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের কাতর আরজি বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা করতে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *